দ্বি-পাক্ষিক সম্পর্ক নিয়ে মন্তব্যের কারণে চীনা রাষ্ট্রদূতের দুঃখ প্রকাশ
চীন-বাংলাদেশের দ্বি-পাক্ষিক সম্পর্ক নিয়ে করা মন্তব্যের জন্য ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত লি জিমিং দুঃখ প্রকাশ করেছেন। টিবিএস ডিজিটালকে এ কথা জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে মোমেন।
তিনি বলেন, "লি জিমিং সংবাদমাধ্যমের আক্রমণাত্মক প্রশ্নে খেই হারিয়ে ফেলে বাংলাদেশের সঙ্গে সম্পর্ক নিয়ে মন্তব্য করেন।"
যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন চার জাতি জোট কোয়াডে যোগ দিলে সম্পর্কে নেতিবাচক প্রভাব পড়বে বলে এক সংবাদ সম্মেলনে মন্তব্য করেছিলেন চীনা রাষ্ট্রদূত। যুক্তরাষ্ট্র নিয়ন্ত্রিত জোট কোয়াডে বাংলাদেশের যোগদান করা উচিত হবে না উল্লেখ করে চীনের রাষ্ট্রদূত লি জিমিং সোমবার বলেন, যদি যোগ দেয় তবে সেটা বাংলাদেশ-বেইজিং সম্পর্কের ক্ষেত্রে 'যথেষ্ট খারাপ' হবে।
পররাষ্ট্রমন্ত্রী এব্যাপারে বলেন, "বাংলাদেশ কোন একক দেশের সঙ্গে বিশেষ সম্পর্কে বিশ্বাসী নয়। বিশেষ করে চীন-ভারতের সাথে ভারসাম্যপূর্ণ সম্পর্ক চায় বাংলাদেশ।"