হেলেনা জাহাঙ্গীরের বাসায় র্যাবের অভিযান
আওয়ামী লীগের বহিষ্কৃত নেত্রী ব্যবসায়ী হেলেনা জাহাঙ্গীরের বাসায় অভিযান চালাচ্ছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
বৃহস্পতিবার রাত ৮টার পর ঢাকার গুলশানের ওই বাড়িতে যায় র্যাব সদস্যরা।
অভিযানের বিষয়টি রাত ৯টার দিকে র্যাবের একটি সূত্র দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে নিশ্চিত করে।
তবে অভিযানের কারণ সম্পর্কে এখনো তেমনকিছু জানা যায়নি।
সম্প্রতি 'বাংলাদেশ আওয়ামী চাকরিজীবী লীগ' নামে একটি সংগঠনের সভাপতি হিসেবে সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনায় আসে হেলেনা জাহাঙ্গীরের নাম।
হেলেনা জাহাঙ্গীর আওয়ামী লীগের মহিলা বিষয়ক উপ-কমিটির সদস্য ছিলেন। কিন্তু সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত তার সাম্প্রতিক কর্মকাণ্ড সংগঠনের নীতিবহির্ভূত হওয়ায় আওয়ামী লীগের মহিলাবিষয়ক উপ-কমিটির সদস্যপদ থেকে তাকে অব্যাহতি প্রদান করা হয়।
তার বহিষ্কারের বিষয়ে আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক মেহের আফরোজ চুমকি গণমাধ্যমকে বলেন, একটা উপকমিটিতে থাকলে কাজ করার জন্য সবার সঙ্গে আলোচনা করতে হয়। তার কর্মকাণ্ডে উপকমিটি বিব্রত। তাই তাকে সদস্য পদ থেকে অব্যাহতি দেওয়ার নীতিগত সিদ্ধান্ত হয়েছে।