২৬ টাকা কেজি দরে সরাসরি কৃষক থেকে ধান কিনবে সরকার: খাদ্যমন্ত্রী
খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেছেন, আগামী ২০ নভেম্বর থেকে সরাসরি কৃষকদের কাছ থেকে প্রতি কেজি ২৬ টাকা মূল্যে ৬ লাখ মেট্রিক টন আমন ধান কিনবে সরকার।
বৃহস্পতিবার সচিবালয়ে খাদ্য পরিকল্পনা ও পরিধারণ কমিটির মিটিং শেষে মন্ত্রী এই ঘোষণা দেন।
তিনি বলেন, “মিলারদের মাধ্যমে ৩ লাখ ৫০ হাজার মেট্রিক টন সিদ্ধ চাল প্রতি কেজি ৩৬ টাকা মূল্যে এবং ৫০ হাজার মেট্রিন টন আতপ চাল প্রতি কেজি ৩৫ টাকা মূল্যে কেনা হবে।”
“২০ নভেম্বর থেকে ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত কৃষকদের কাছ থেকে আমন ধান ক্রয় করা হবে। ১ ডিসেম্বর থেকে ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত সিদ্ধ চাল ও আতপ চাল ক্রয় করবে সরকার,” যোগ করেন তিনি।
খাদ্যমন্ত্রী বলেন, “১০ নভেম্বরের মধ্যে স্থানীয় প্রশাসন ইউনিয়ন থেকে প্রকৃত কৃষকদের তালিকা পাঠাবেন। তালিকা অনুযায়ী যদি অতিরিক্ত কৃষক হয়ে যায় তাহলে লটারির মাধ্যমে ক্রয় করা হবে।”
তিনি বলেন, “মুজিব বর্ষ উপলক্ষে খাদ্যবান্ধব কর্মসূচি ৫ মাস থেকে বৃদ্ধি করে ৭ মাস করা হয়েছে। এর আওতায় গ্রাম পুলিশদের আনা হবে। তাদের ১০ টাকা কেজি দরে চাল দেওয়া হবে। এছাড়া জেলেদের জন্য প্রস্তাব অর্থ মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। অনুমোদন দিলে জেলেদের এর আওতায় আনা হবে।”
খাদ্যমন্ত্রীর সভাপতিত্বে কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক এবং সংশ্লিষ্ট সচিবরা উপস্থিত ছিলেন।