তিন মাসে বাংলাদেশ থেকে ১ লাখ ১২ হাজার ভিডিও সরিয়েছে ইউটিউব
অনলাইন ভিডিও শেয়ারিং এবং সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ইউটিউব চলতি বছরের জুলাই-সেপ্টেম্বর সময়কালে বাংলাদেশ থেকে ১ লাখ ১২ হাজার ৯৩০টি ভিডিও সরিয়ে দিয়েছে। ২০২২ সালের 'ট্রান্সপারেন্সি রিপোর্টে' এ তথ্য দিয়েছে কোম্পানিটি।
একই সময়ে বিশ্বব্যাপী ৫,৮২০,৯৭৮টি ভিডিও এবং ৫.৮ মিলিয়ন চ্যানেল সরানো হয়েছে। ন্যূনতম ১০ জনও দেখার আগে এসব ভিডিও'র ৬৭.৯% সরিয়ে নেওয়া হয়; কারণ হিসেবে বলা হয়েছে প্ল্যাটফর্মটির কম্যুনিটি গাইডলাইনের লঙ্ঘন।
নিয়মানুযায়ী, যদি একটি ইউটিউব চ্যানেলে ৯০ দিনের মধ্যে একে একে তিনটি গাইডলাইন লঙ্ঘনের স্ট্রাইক এসে যায়, এবিউজের ঘটনা ঘটে কিংবা ইউটিউব নির্দেশিকা লঙ্ঘন করতে দৃঢ়প্রতিজ্ঞ হয় (যেমনটি স্প্যামের ক্ষেত্রে হয়), তাহলে সেই চ্যানেলটি বন্ধ করে দেয়া হয়। এরপরেই চ্যানেলের সমস্ত ভিডিও মুছে ফেলা হয়।
এদিকে ভারতের ১৭ লাখেরও বেশি ভিডিও মুছে দিয়েছে ইউটিউব কর্তৃপক্ষ। বলাইবাহুল্য, এ তালিকার শীর্ষে রয়েছে দেশটি। বাংলাদেশের অবস্থান অষ্টমে।
পাশাপাশি ৭৩৭ মিলিয়নেরও বেশি কমেন্ট ডিলিট করেছে ইউটিউব, যার অধিকাংশই ছিল 'স্প্যাম'।
প্ল্যাটফর্মটি বলছে, পৃথিবীর যেখানেই কনটেন্ট আপলোড করা হোক না কেন, তাদের কম্যুনিটি গাইডলাইনস যথাযথভাবে প্রয়োগ করা হয়ে থাকে। ফলস্বরূপ যখন কোনো কনটেন্ট সরানোর সিদ্ধান্ত হয়, সেটিও বৈশ্বিকভাবেই একযোগে সরিয়ে দেয়া হয়।