ওয়ার্ল্ড হ্যাপিনেস ২০২৩ রিপোর্টে বাংলাদেশ গতবছরের চেয়ে অসুখী! সবচেয়ে সুখী ফিনল্যান্ড
সুখী দেশের তালিকায় ১৩৭টি দেশের মধ্যে ১১৮তম অবস্থান দখল করেছে বাংলাদেশ।
অর্থাৎ সবচেয়ে অসুখী ২০ দেশের তালিকায় ঠাঁই নিয়েছে বাংলাদেশ।
অন্যদিকে এবারও সবচেয়ে সুখী দেশের জায়গা নিয়েছে ফিনল্যান্ড। এ নিয়ে পরপর ছয়বার দেশটি সুখী দেশের তালিকায় শীর্ষস্থান দখল করল।
সবচেয়ে সুখী দেশের তালিকার পরের দুটি নামও স্ক্যান্ডিনেভিয়ান অঞ্চলের দেশের—ডেনমার্ক ও আয়ারল্যান্ড।
সোমবার (২০ মার্চ) আন্তর্জাতিক সুখ দিবস উপলক্ষে এই ওয়ার্ল্ড হ্যাপিনেস রিপোর্ট ২০২৩ প্রকাশ করেছে জাতিসঙ্ঘ।
এবারের সুখী দেশের তালিকায় তলানিতে আছে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তান ও লেবাননের নাম। এ দুই দেশের পেছনেই আছে সিয়েরা লিওন (১৩৫তম), জিম্বাবুয়ে (১৩৪তম), কঙ্গো প্রজাতন্ত্র (১৩৩তম) ও বতসোয়ানা (১৩২তম)
গত বছরের র্যাঙ্কিংয়ে বাংলাদেশের অবস্থান ছিল ৯৪তম, ২০২১ সালে ১০১তম, ২০২০ সালে ১০৭তম এবং ২০১৯ সালে ছিল ১২৫তম অবস্থানে।
প্রতিবেশী ভারত এ বছর ১২৬তম, পাকিস্তান ১০৮তম, শ্রীলঙ্কা ১১২তম এবং নেপাল ৭৮তম অবস্থানে রয়েছে।
সুখী দেশের তালিকা করার সময় মানুষের সুখের নিজস্ব মূল্যায়নের সঙ্গে অর্থনৈতিক ও সামাজিক পরিস্থিতির ওপর ভিত্তি করে শূন্য থেকে ১০ সূচকে নম্বর দেওয়া হয়। এর পাশাপাশি প্রতিটি দেশের মানুষের ব্যক্তিগত সুস্থতার অনুভূতি, ব্যক্তিগত স্বাধীনতা, জিডিপি, প্রত্যাশিত স্বাস্থ্যকর জীবন, উদারতা, দুর্নীতির মাত্রা এসবও বিবেচনায় নেওয়া হয়।
এবারের শীর্ষ ১০ সুখী দেশের তালিকায় ফিনল্যান্ড, ডেনমার্ক, আইসল্যান্ডের পরই চতুর্থ অবস্থানে আছে ইসরায়েল, পঞ্চম নেদারল্যান্ডস ও ষষ্ঠ সুইডেন। এছাড়া নরওয়ে সপ্তম, সুইজারল্যান্ড অষ্টম, লুক্সেমবার্গ নবম ও নিউজিল্যান্ড দশম অবস্থানে আছে।
যুদ্ধে জর্জরিত ইউক্রেন এবারের সুখী দেশের তালিকায় আছে ৯২তম অবস্থানে, আর রাশিয়া আছে ৭০তম অবস্থানে।