বঙ্গবাজারের অগ্নিকাণ্ড: ক্ষতিগ্রস্তদের সাধারণ ডায়েরি করার জন্য পুলিশ বুথ স্থাপন
রাজধানীর বঙ্গবাজারের কাপড়ের মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা যাতে সহজে তাদের ক্ষয়ক্ষতির বিষয়ে সাধারণ ডায়েরি (জিডি) করতে পারেন, সেজন্য সেখানে একটি অস্থায়ী বুথ স্থাপন করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।
সহকারী পুলিশ কমিশনার (রমনা) মো. বায়েজীদুর রহমান টিবিএসকে বলেন, 'ক্ষতিগ্রস্ত যারা জিডি করতে ইচ্ছুক তারা এ বুথে জিডি করতে পারবেন। তাদের কষ্ট লাঘবের জন্য এ অস্থায়ী বুথ'।
ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা থানায় না গিয়ে বুথে এসে পুলিশ সদস্যদের সহায়তায় জিডি করতে পারবে বলে জানিয়েছেন কর্তব্যরত পুলিশ সদস্যরা। বুথ নির্মাণের কাজ শেষ হলেই বিকাল থেকে এর কার্যক্রম শুরু হবে বলেও জানান তারা।
গত মঙ্গলবার (৪ এপ্রিল) বঙ্গবাজার মার্কেটের ভয়াল অগ্নিকাণ্ডে ৩৬ জন আহত হয়েছেন, পুড়ে গেছে প্রায় সাড়ে ৩ হাজার দোকান। আগুনের লেলিহান শিখায় সর্বস্ব হারিয়েছেন প্রায় ৫ হাজার ব্যবসায়ী।
এর আগে ২০১৯ সালের ১ এপ্রিলেই বঙ্গবাজারের কাপড়ের মার্কেটকে অগ্নি-নিরাপত্তার দিক থেকে অতি-ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করে ফায়ার সার্ভিস। অগ্নিকাণ্ডের কারণ অনুসন্ধানে পৃথক দুটি কমিটি করেছে ফায়ার সার্ভিস এবং ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন।