গাজীপুর সিটি করপোরেশন নির্বাচন: মোট ৩৭ প্রার্থীর মনোনয়ন প্রত্যাহার
গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন সোমবার মেয়র পদে একজন স্বতন্ত্র প্রার্থীসহ মোট ৩৭ জন প্রার্থী তাদের মনোনয়ন প্রত্যাহার করে নিয়েছেন।
সোমবার বিকালে গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মো. ফরিদুল ইসলাম গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, মেয়র পদে মোট ৯ জন বৈধ প্রার্থীর মধ্যে স্বতন্ত্র প্রার্থী আব্দুল্লাহ আল মামুন তার মনোনয়ন প্রত্যাহার করে নিয়েছেন। মামুন আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক উপ কমিটির সাবেক সদস্য।
এছাড়া সাধারণ কাউন্সিলর পদে প্রার্থিতা প্রত্যাহার করে নিয়েছেন ৩৬ জন। তবে সংরক্ষিত নারী কাউন্সিলর পদের কেউ তাদের প্রার্থিতা প্রত্যাহার করেননি।
প্রার্থীতা প্রত্যাহারের পর এখন গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন মোট ৮ জন প্রার্থী, সাধারণ কাউন্সিলর পদে ২৩৯ জন এবং সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ৭৭ জন প্রার্থী এই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন।
ফরিদুল ইসলাম আরও জানান, আগামীকাল (৯ মে) সকাল থেকে প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ শুরু হবে। এ সময় নির্বাচনকালীন সময়ে সকল প্রার্থী ও সমর্থকদের প্রতি নির্বাচনি বিধিমালা অনুযায়ী আচরণ বিধি মেনে চলার অনুরোধ জানান তিনি।
মেয়র পদে প্রার্থিতা প্রত্যাহার করা প্রত্যাহার প্রসঙ্গে আব্দুল্লাহ আল মামুন টিবিএসকে বলেন, 'দলীয় স্বার্থে দলের নির্বাচন কমিটিসহ সিনিয়র নেতৃবৃন্দের সাথে আলাপ করে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীকে সমর্থন দিয়ে আমি আমার প্রার্থিতা প্রত্যাহার করেছি।'
উল্লেখ্য, গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে মনোনয়ন জমা দিয়েছিলেন মোট ১২ জন প্রার্থী। এর মধ্যে গত ৩০ এপ্রিল মনোনয়নপত্র বাছাইয়ে সাবেক মেয়র (বরখাস্ত) মোহাম্মদ জাহাঙ্গীর আলমসহ মোট ৩ জন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল হয়। ৫৭টি ওয়ার্ডে কাউন্সিলর পদে জমা হওয়া ২৮৯ জনের মনোনয়নপত্রের মধ্যে ২৭২ জনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়। পরবর্তীতে আপিলে মনোনয়নের বৈধতা পান আরও ৩ জন কাউন্সিলর প্রার্থী।
গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনের তফসিল অনুযায়ী আগামীকাল ৯ মে প্রতীক বরাদ্দ ও ২৫ মে সিটি করপোরেশন নির্বাচন অনুষ্ঠিত হবে।