আদালতে পুলিশের সঙ্গে বিএনপিপন্থী আইনজীবীদের সংঘর্ষ
প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগের দাবিতে পদযাত্রা কর্মসূচি পালনকালে পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়িয়েছেন বিএনপিপন্থী আইনজীবীরা।
মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) দুপুরে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত এলাকায় এই সংঘর্ষের ঘটনা ঘটে।
এই পদযাত্রাকে কেন্দ্র করে ১৬ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে পুলিশের কোতোয়ালি জোনের এডিসি ও ওসিসহ চারজন এবং বিএনপিপন্থী ১২জন আইনজীবী রয়েছেন। তাদের সবাইকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
জানা গেছে, সরকারের পদত্যাগের দাবিতে দুপুরে ঢাকা আইনজীবী সমিতি থেকে পদযাত্রা বের করেন বিএনপিপন্থী আইনজীবীরা। এর নেতৃত্ব দেন সুপ্রিম কোর্ট বারের সাবেক সম্পাদক ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন।
মিছিলটি আদালতের সামনের প্রধান সড়কে এলে পুলিশ বাধা দেয়। পরে আইনজীবীরা রাস্তায় বসে পড়েন। পুলিশ সরিয়ে দেওয়ার চেষ্টা করলে বিএনপিপন্থী আইনজীবীরা আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সঙ্গে সংঘর্ষে জড়ান। তাদের ছত্রভঙ্গ করতে পুলিশ লাঠিচার্জ করলে অনেকে আহত হন।
পুলিশের দাবি, আইনজীবীদের হামলায় তাদের পাঁচ সদস্য আহত হয়েছেন। বাধা পাওয়ার পরও আইনজীবীরা জনসন রোডসহ আশপাশের এলাকা প্রদক্ষিণ শেষে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে পদযাত্রা কর্মসূচি শেষ করে।
সমাবেশ শেষে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এবং চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের কাছে বিচারিক নৈরাজ্য, বিরোধীমতের রাজনৈতিক কর্মীদের বিচারিক হয়রানির প্রতিবাদে স্মারকলিপি দেওয়ার কথা জানিয়েছেন আইনজীবীরা।
ইউনাইটেড লইয়ার্স ফ্রন্টের আয়োজনে এই কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন সংগঠনটির কেন্দ্রীয় কমিটির কনভেনার সিনিয়র আইনজীবী জয়নুল আবেদীন, কো-কনভেনার সিনিয়র আইনজীবী সুব্রত চৌধুরী ও প্রধান সমন্বয়ক ব্যারিস্টার কায়সার কামাল।