১,৯০৮ কোটি টাকার ১৫ ক্রয় প্রস্তাব অনুমোদন
জেলা ও উপজেলা প্রশাসনের ব্যবহারের জন্য ২৬১টি জিপ ক্রয়ের একটি প্রস্তাবসহ ১৫ ক্রয় প্রস্তাবে অনুমোদন দিয়েছে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি। এতে মোট ব্যয় হবে ১,৯০৮ কোটি টাকা।
বুধবার (১১অক্টোবর) অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির ভার্চুয়াল সভায় প্রস্তাবগুলোতে অনুমোদন দেওয়া হয়। সভায় কমিটির সদস্য, মন্ত্রিপরিষদ বিভাগের সিনিয়র সচিব, সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সচিব ও উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন বলে জানা গেছে।
সূত্র জানায়, অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি'র ২৩তম এবং সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি'র ৩৪তম সভা অনুষ্ঠিত হয়েছে। ক্রয়ের প্রস্তাবগুলোর মধ্যে কৃষি মন্ত্রণালয়ের ৩টি, বাণিজ্য মন্ত্রণালয়ের ৩টি, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের ৩টি, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের ৩টি এবং শিল্প মন্ত্রণালয়ের ২টি এবং রেলপথ মন্ত্রণালয়ের ১ টি প্রস্তাবনা ছিল। ক্রয় কমিটির অনুমোদিত ১৫টি প্রস্তাবে মোট অর্থের পরিমাণ ১ হাজার ৯০৮ কোটি ৫৮ হাজার ৪৪০ টাকা।
পৃথক ৫ টি প্রস্তাবের মাধ্যমে বিভিন্ন ধরনের ১ লাখ ৪০ হাজার মেট্রিক টন সার আমদানির প্রস্তাবে অনুমোদন দিয়েছে কমিটি। এর মধ্যে সৌদি আরব থেকে ৩০ হাজার মে.টন বাল্ক ইউরিয়া, কাফকো থেকে ৩০ হাজার মে.টন ব্যাগড গ্র্যানুলার ইউরিয়া আমদানি করা হবে। এছাড়াও সৌদি আরব থেকে ৪০ হাজার মে.টন ডিএপি, মরক্কো থেকে ৬০ হাজার মে.টন টিএসপি আমদানির প্রস্তাবে অনুমোদন দিয়েছে কমিটি। এতে মোট ব্যয় হবে ৭৬৬ কোটি ৩৪ লাখ ৬২ হাজার ৩০০ টাকা।
সভায়, ২০২৩-২০২৪ অর্থবছরে স্থানীয়ভাবে উন্মুক্ত দরপত্র পদ্ধতিতে ৬ হাজার (+৫%) মে.টন মসুর ডাল ক্রয়ের একটি প্রস্তাবে অনুমোদন দিয়েছে কমিটি। টিসিবি'র ফ্যামিলি কার্ডধারী ১ কোটি পরিবারের নিকট ভর্তুকি মূল্যে বিক্রির লক্ষ্যে এই মসুর ডাল ক্রয় করা হচ্ছে। সর্বনিম্ন দরদাতা প্রতিষ্ঠান বসুন্ধরা ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেড এই ডাল সরবরাহ করবে। প্রতি কেজি ১১১.৮৫ টাকা হিসেবে মোট ব্যয় হবে ৬৭ কোটি ১১ লাখ টাকা।
আন্তর্জাতিকভাবে সরাসরি ক্রয় পদ্ধতিতে ১২ হাজার ৫০০ (+৫%) মেট্রিক টন মসুর ডাল ক্রয়ের আরো একটি প্রস্তাবে অনুমোদন দিয়েছে কমিটি। প্রতি মে.টন ৮৬০ মার্কিন ডলার হিসেবে ১২ হাজার ৫০০ মেট্রিক টন মসুর ডাল ক্রয়ে ব্যয় হবে ১১৮ কোটি ২৫ লাখ টাকা। প্রতি কেজি মসুর ডালের মূল্য ৯৯.৪৮ টাকা।
সূত্র জানায়, ২০২৩-২০২৪ অর্থবছরে স্থানীয়ভাবে উন্মুক্ত দরপত্র পদ্ধতিতে ৫০ লাখ (+৫%) লিটার সয়াবিন তেল ক্রয়ের প্রস্তাবে অনুমোদন দিয়েছে কমিটি। টিসিবি'র ফ্যামিলি কার্ডধারী ১ কোটি পরিবারের নিকট ভর্তুকি মূল্যে এই সয়াবিন তেল বিক্রি করা হবে। প্রতি লিটার ১৫৪.৭০ টাকা হিসেবে ৫০ লাখ লিটার সয়াবিন তেল ক্রয়ে ব্যয় হবে ৭৭ কোটি ৩৫ লাখ টাকা।
'রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের গ্রীন সিটি আবাসিক কমপ্লেক্স-এ আসবাবপত্র সরবরাহ ও স্থাপনের ক্রয় প্রস্তাবে অনুমোদন দিয়েছে কমিটি। এতে ব্যয় হবে ১৩ কোটি ৯২ লাখ ৯৯ হাজার ৮৮৪ টাকা।
সভায় 'রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের গ্রীন সিটি আবাসিক কমপেক্স-এ পর্দা সরবরাহ এবং স্থাপন কাজের ক্রয় প্রস্তাবে অনুমোদন দিয়েছে কমিটি। এতে ব্যয় হবে ৩ কোটি ১৫ লাখ ৭১ হাজার ৫১ টাকা।
সূত্র জানায়, 'রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের গ্রীন সিটি আবাসিক কমপ্লেক্স-এ হোম অ্যাপ্লায়অ্যান্স সরবরাহ কাজের ক্রয় প্রস্তাবে অনুমোদন দেওয়া হয়েছে। এতে ব্যয় হবে ৪ কোটি ২৭ লাখ ৮৫ হাজার ৬০১ টাকা।
'মাতারবাড়ী কয়লা নির্ভর বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র নির্মাণ' প্রকল্পের প্যাকেজ নং-২.১ এর পূর্ত কাজের ভেরিয়েশন প্রস্তাবে অনুমোদন দিয়েছে কমিটি। সিসিজিপি সভার অনুমোদনক্রমে প্রকল্পের প্যাকেজ নং-২.১ এর পূর্ত কাজ হাল্লা এবং কাজী মীর আকতার হোসেন লি.-এর কাছ থেকে ২৬৬ কোটি ৭৪ লাখ ৪২ হাজার ৫২১ টাকায় ক্রয়ের চুক্তি করা হয়। চুক্তি অনুসারে কাজ চলমান অবস্থায় পূর্ত কাজের কিছু আইটেম হ্রাস/বৃদ্ধি এবং নতুন আইটেম অন্তর্ভুক্ত হওয়ায় ভেরিয়েশন বাবদ অতিরিক্ত ১২৮ কোটি ১৫ লাখ ৫১ হাজার ২৭১ টাকা ব্যয় বৃদ্ধির ক্রয় প্রস্তাবে অনুমোদন দিয়েছে কমিটি।