নির্বাচনে এমন অনেকেই আসতে পারেন, যাদের কথা ভাবাই হচ্ছে না: কাদের
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জোট গঠনের মাধ্যমে এমন অনেকেই আসতে পারেন, যাদের কথা ভাবাই হচ্ছে না; কিন্তু তারা এসে যাবেন।
বৃহস্পতিবার (২৩ নভেম্বর) রাজধানীর তেজগাওয়ের ঢাকা জেলা আওয়ামী লীগের অফিসে দলের নির্বাচনী মনোনয়ন বোর্ডের সভা শেষে নির্বাচন বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, "নির্বাচনের আরও সময় আছে। অনেকেই আসতে পারেন জোটের মাধ্যমে। এমন অনেকেই আসতে পারেন, যেটা আপনিও ভাবছেন না, আমিও ভাবছি না। কিন্তু তারা এসে যাবেন।"
তিনি বলেন, "জোটবদ্ধ নির্বাচনের ব্যাপারে আমরা আশ্বস্ত করছি, দেশের মানুষ, জনগণ– এই নির্বাচনকে গ্রহণ করেছে। যে কারণে সারাদেশে উৎসবমুখর একটা পরিবেশ দৃশ্যমান। জোট বিভিন্নভাবে হতে পারে। কার সাথে কার জোট হবে, শেষ পর্যন্ত জোটের বিষয়গুলো কোথায় গিয়ে ঠেকবে, তা বলা মুশকিল।"
ওবায়দুল কাদের জানান, আগামীকাল সকাল ১০টায় এবং ২৫ নভেম্বরও একইসময় প্রধানমন্ত্রী শেখ হাসনার সভাপতিত্বে মনোনয়ন বোর্ডের সভা অনুষ্ঠিত হবে।
তিনি বলেন, "আজকের সভায় রাজশাহী ও রংপুর বিভাগের ৬৯ আসনে নৌকার প্রার্থী চূড়ান্ত করেছে আওয়ামী লীগ।
রংপুর বিভাগের ৩৩টি আসন এবং রাজশাহী বিভাগের ৩৬টি আসন।"
তবে কারা মনোনয়ন পেয়েছেন তা বলেননি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।
সেতুমন্ত্রী বলেন, ৩০০ আসনের প্রার্থী চূড়ান্ত হওয়ার পর সব নাম একসঙ্গে ঘোষণা করা হবে।
তিনি আরও বলেন, "৩০ তারিখ মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন। তার আগেই নাম প্রকাশ করা হবে। আগামী ২৫ নভেম্বর তালিকা প্রকাশ করা হতে পারে।"