নির্বাচনে আ.লীগ নেতৃত্বাধীন ১৪-দলীয় জোটের সঙ্গে আসন ভাগাভাগির সিদ্ধান্ত দুয়েক দিনের মধ্যেই: কাদের
আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪-দলীয় জোটের সঙ্গে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আসন ভাগাভাগির সিদ্ধান্ত দুয়েক দিনের মধ্যেই পরিষ্কার হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
তিনি বলেন, "আসন ভাগাভাগির বিষয়ে জোটের সঙ্গে অবশ্যই সমঝোতা হবে। আজকালের মধ্যে বিষয়টি পরিষ্কার হবে।"
মঙ্গলবার (৫ ডিসেম্বর) দুপুর ১২টার দিকে রাজধানীর ধানমন্ডিতে সংবাদ সম্মেলনে সাংবাদিকের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন কাদের।
সংবাদ সম্মেলনে গতকালের বৈঠকের বিষয়ে সেতুমন্ত্রী বলেন, বৈঠকে আসন ভাগাভাগির চেয়ে রাজনৈতিক আলোচনা বেশি গুরুত্ব পেয়েছে। দেশে-বিদেশে যে ষড়যন্ত্র হচ্ছে, তা মোকাবিলায় ১৪-দল ঐক্যবদ্ধভাবে লড়াই করে যাবে বলে সিদ্ধান্ত হয়েছে।
এক প্রশ্নের জবাবে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, "১৪ দলের দাবি থাকতেই পারে। তবে আওয়ামী লীগ জনপ্রিয়দের মূল্যায়ন করবে। নির্বাচনে জেতার মতো প্রার্থীকে বেশি গুরুত্ব দেওয়া হবে।"