নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের জন্য আমির হোসেন আমুকে শোকজ
নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে ঝালকাঠি-২ আসনের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আমির হোসেন আমুকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।
১৫ ডিসেম্বর শুনানির সময় ঠিক করে ইসি করেছে, আমুকে কেন তার প্রার্থিতা প্রত্যাহার করা হবে না, সেজন্য ব্যাখ্যা দিতে হবে। তাকে সশরীরে উপস্থিত হয়ে ব্যাখ্যা দিতে বলেছে কমিশন।
আমুকে পাঠানো চিঠিতে ইসি বলেছে, ঝালকাঠির জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তার সতর্কবার্তা পাওয়ার পরও আমির হোসেন আমু গত ৮ ডিসেম্বর নলছিটি উপজেলা পরিষদ হলরুম ও শেখ রাসেল মিনি স্টেডিয়ামে দুটি সভা করেন।
চিঠিতে বলা হয়েছে, আমু ওই জনসভায় বক্তৃতা দিয়েছেন এবং ভোট চেয়েছেন, যার ভিডিও এবং স্থিরচিত্র বিভিন্ন মাধ্যমে প্রকাশিত হয়েছে।
এ কার্যক্রম সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা, ২০০৮-এর পরিপন্থি বলে উল্লেখ করা হয় চিঠিতে।
নির্ধারিত শুনানির সময় এসব অভিযোগ লঙ্ঘনের বিষয়ে আমির হোসেন আমুর কাছে ব্যাখ্যা চেয়েছে নির্বাচন কমিশন।