প্রার্থীতা ফিরে পেতে ইসিতে আপিল শুনানি শুরু
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়নপত্র বাছাইয়ে বাদ পড়া বিভিন্ন রাজনৈতিক দল ও স্বতন্ত্র প্রার্থীরা তাদের প্রার্থিতা ফিরে পাওয়ার বিষয়ে আপিল শুনানি শুরু হয়েছে।
আজ রবিবার সকাল ১০টা থেকে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশনের (ইসি) কার্যালয়ে এ শুনানি শুরু হয়। আগামী ১৫ ডিসেম্বর পর্যন্ত এ শুনানি চলবে।
প্রতিদিন ১১০ জন করে প্রার্থীর আপিল শুনানি চলবে। এ সময় প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আওয়ালের নেতৃত্বাধীন কমিশন উপস্থিত থাকবেন।
শুনানিতে প্রার্থীর পক্ষে তার আইনজীবী ও প্রার্থী সশরীরে প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে উপস্থিত থাকবেন। শুনানি শেষে সাথে রায় প্রকাশ করা হবে। রায়ে প্রার্থীর সন্তুষ্ট না হলে উচ্চ আদালতে যাওয়ার সুযোগ রয়েছে।