জাতীয় পার্টি তত্ত্বাবধায়ক সরকারে বিশ্বাসী না: চুন্নু
জাতীয় পার্টির মহাসচিব মুজিবুল হক চুন্নু বলেছেন, দল হিসেবে তারা তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থায় বিশ্বাস করেন না।
বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) জাতীয় পার্টি চেয়ারম্যানের বনানীস্থ কার্যালয়ে গণমাধ্যমের বিভিন্ন প্রশ্নের জবাবে এ মন্তব্য করেন তিনি।
চুন্নু বলেন, 'তত্ত্বাবধায়ক সরকার আমরা কখনও বিশ্বাস করতাম না। হুসেইন মুহাম্মদ এরশাদ সাহেবও বলতেন, নির্বাচিত সরকারই যদি বিশ্বাস না হয়, তাহলে অনির্বাচিত তত্ত্বাবধায়ক সরকার কীভাবে বিশ্বাস করব?'
সুষ্ঠু ও অবাধ নির্বাচনের আশা প্রকাশ করে তিনি বলেন, 'আমরা বিশ্বাসী একটি ভালো নির্বাচনের। নির্বাচন কমিশন যেহেতু সুষ্ঠু নির্বাচনের আশ্বাস দিয়েছে, সেই লক্ষ্যেই আমরা নির্বাচনে যাব।'
চুন্নু বলেন, 'বাংলাদেশে কখনোই একশো ভাগ সুষ্ঠু নির্বাচন করা সম্ভব হয় নাই। বাংলাদেশে যে নির্বাচন পদ্ধতি, সেই পদ্ধতিতে একশো ভাগ ফেয়ার নির্বাচন করা সম্ভব নয়। নির্বাচন পদ্ধতি পরিবর্তন করে আনুপাতিক হারে করা সম্ভব হলে নির্বাচন সুষ্ঠু হবে। আনুপাতিক হারে নির্বাচনের কথা হুসেইন মুহাম্মদ এরশাদও বারবার বলে আসছিলেন।'
নির্বাচন আয়োজনের ব্যাপারে আওয়ামী লীগের ওপর জাতীয় পার্টির আস্থা আছে জানিয়ে তিনি বলেন, 'নির্বাচনের আগে দফায় দফায় আমাদের আলোচনা হবে আওয়ামী লীগের সাথে। নির্বাচনের পরিবেশ নিয়ে আমাদের আলোচনা হয়। আমাদের শতভাগ আস্থা আছে আওয়ামী লীগের উপর।
আসন সমঝোতার প্রসঙ্গে চুন্নু বলেন, 'আমরা আসন জনগণের কাছে চাই, কারও কাছে চাই না।'
তিনি আরও বলেন, 'আমরা নির্বাচনে এসেছি নির্বাচন করার জন্য—নির্বাচন থেকে সরে যাওয়ার জন্য নয়, পিছপা হতে নয়। আমরা মানুষের রায় নিয়ে ক্ষমতায় যাব। আওয়ামী লীগ বিরোধী দলে যাতে যায়, সেই চিন্তা আমরা করছি।'