আমি জয় বাংলার লোক: শাহজাহান ওমর
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঝালকাঠি-১ (রাজাপুর-কাঁঠালিয়া) আসনে ক্ষমতাসীন আওয়ামী লীগের টিকিটে জয়ী হওয়া সাবেক বিএনপি নেতা ব্যারিস্টার শাহজাহান ওমর বলেছেন, তিনি জয় বাংলার লোক।
বুধবার (১০ জানুয়ারি) এমপি হিসেবে শপথ নেওয়ার পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, 'আমি এর আগেও অনেকবার সংসদে এসেছিলাম [সংসদ সদস্য হিসেবে]। আবার এসেছি। নেত্রী [শেখ হাসিনা] আমাকে ডেকেছেন, তাই আমি আবার সংসদে এসেছি। মূলত আমি জয় বাংলার লোক।'
সম্প্রতি কারাগার থেকে মুক্তি পেয়ে বিএনপি ছেড়ে আওয়ামী লীগে যোগ দেন শাহজাহান ওমর। এরপর আওয়ামী লীগের মনোনয়ন নিয়ে ঝালকাঠি-১ (রাজাপুর-কাঁঠালিয়া) আসনে প্রার্থী হন।
নির্বাচনে শাহজাহান ওমর নৌকা প্রতীকে ৯৫ হাজার ৪৭৮ ভোট পান। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাকের পার্টির আবু বকর সিদ্দিক পেয়েছেন এক হাজার ৬২৪ ভোট।
ক্ষমতাসীন দলে যোগ দেওয়ার পর বিএনপি থেকে বহিষ্কৃত হন দলটির এক সময়ের ভাইস চেয়ারম্যান শাহজাহান ওমর।
প্রাথমিকভাবে ঝালকাঠি-১ আসনে নৌকার প্রার্থী হিসেবে বর্তমান সংসদ সদস্য বজলুল হক হারুনের নাম ঘোষণা করে আওয়ামী লীগ। পরে ওই আসনে দলের প্রার্থী হিসেবে শাহজাহান ওমরকে মনোনয়ন দেওয়া হয়।