উচ্চ-ঝুঁকিপূর্ণ এলাকা অতিক্রম করল এমভি আবদুল্লাহ, ৫ দিনের মধ্যে দুবাই পৌঁছানোর আশা
বাংলাদেশের পতাকাবাহী কার্গো জাহাজ এমভি আবদুল্লাহ ১৪ এপ্রিল সকালে সোমালি জলদস্যুদের হাত থেকে মুক্ত হওয়ার পর আজ বুধবার (১৭ এপ্রিল) সমুদ্রের উচ্চ-ঝুঁকিপূর্ণ এলাকা অতিক্রম করেছে।
জলদস্যুদের বিচরণ ও জাহাজের ওপর হামলার আশঙ্কায় ভারত মহাসাগরের কিছু অঞ্চলকে উচ্চ-ঝুঁকিপূর্ণ হিসেবে বিবেচনা করা হয়।
এসআর শিপিংয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা মেহেরুল করিম বলেন, 'জাহাজটি ২২ এপ্রিল সকালে দুবাইয়ের আল হামরিয়া বন্দরে পৌঁছাবে বলে আশা করা হচ্ছে।'
'এটি আজ বেলা ১২টায় [বাংলাদেশ সময়] ১২ নটিক্যাল মাইল [২২.২ কিমি/ঘণ্টা] বেগে উচ্চ-ঝুঁকিপূর্ণ এলাকা পার করেছে। ইউরোপীয় ইউনিয়ন [ইইউ] নৌবাহিনীর যুদ্ধজাহাজ জাহাজটিকে নিরাপদ দূরত্ব থেকে পাহারা দিয়ে যাচ্ছে,' তিনি আরও বলেন।
মেহেরুল বলেন, এমভি আবদুল্লাহর ক্যাপ্টেন মোহাম্মদ আবদুর রশিদ ইইউ যুদ্ধজাহাজের সঙ্গে যোগাযোগ রাখছেন এবং জাহাজের গতি ও গতিপথ বজায় রাখছেন।