‘স্যুটকেসে ভরে এমপি আজীমের মরদেহের অংশ’ বাইরে নিয়ে যায় খুনীরা, দেখুন ভিডিও
ভারতে চিকিৎসার জন্য গিয়ে নিখোঁজ হওয়ার ৮ দিন পর গত বুধবার (২২ মে) ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনারের মরদেহের কয়েকটি টুকরো উদ্ধার করেছে পুলিশ।
কয়েকটি সূত্রের বরাত দিয়ে শুক্রবার (২৪ মে) এক প্রতিবেদনে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি বলেছে, কলকাতার নিউ টাউন এলাকায় একটি অ্যাপার্টমেন্টে এমপি আনারকে হত্যা করা হয়। এরপর তার দেহ টুকরো টুকরো করে কেটে সেগুলো প্লাস্টিকের ব্যাগে করে শহরের বিভিন্ন স্থানে ফেলে দেওয়া হয়।
কলকাতা পুলিশের ধারণা অনুযায়ী এমপি আনারকে যেই অ্যাপার্টমেন্টে হত্যা করা হয়, সেই অ্যাপার্টমেন্টের বাইরের সিসিটিভির একটি ফুটেজ দ্য বিজনেস স্ট্যান্ডার্ডের হাতে এসে পৌঁছেছে।
ফুটেজটিতে সন্দেহভাজন দুই হত্যাকারী সৈয়দ আমানুল্লাহ ওরফে শিমুল ভুঁইয়া ও পেশাদার কসাই জিহাদ হাওলাদারকে (২৪) ওই অ্যাপার্টমেন্ট থেকে বেরিয়ে যেতে দেখা যায়। তাদের হাতে ছিল হালকা সবুজ রঙের ট্রলিব্যাগ ও কিছু পলিথিন ব্যাগ। ১৪ মে স্থানীয় সময় ভোর ৫টা ৫মিনিটে তারা ওই অ্যাপার্টমেন্ট থেকে বেরিয়ে লিফটে ওঠেন।
কলকাতা পুলিশ জিহাদকে গ্রেপ্তার করেছে। তিনি খুলনার দিঘলিয়া উপজেলার বারাকপুর ইউনিয়নের বাসিন্দা। দীর্ঘদিন ধরে তিনি অবৈধভাবে মুম্বাইয়ে বসবাস করে আসছিলেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেছেন বলে পুলিশ জানিয়েছে।
এছাড়াও জাহিদ নামে আরেক সন্দেহভাজনকে গ্রেপ্তার করেছে পশ্চিমবঙ্গের সিআইডি। গতকাল মধ্যরাতে বনগাঁও এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।