বরিশাল বিশ্ববিদ্যালয়ে কোটা আন্দোলনকারীদের বিক্ষোভ
সরকারি চাকরিতে কোটা সংস্কারের আন্দোলন নিয়ে প্রধানমন্ত্রীর বক্তব্য প্রত্যাহার ও এক দফা দাবিতে বরিশাল বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন কোটা আন্দোলনকারী শিক্ষার্থীরা।
পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী আজ সোমবার (১৫ই জুলাই) বিকেল ৩টায় ক্যাম্পাসে জড়ো হয়ে বিক্ষোভ সমাবেশ করেন শিক্ষার্থীরা। বিকেল সাড়ে ৩টায় ক্যাম্পাস থেকে বের হয়ে শিক্ষার্থীরা বরিশাল-কুয়াকাটা মহাসড়কে মিছিল করেন।
বিক্ষোভে শিক্ষার্থীরা 'চেয়েছিলাম অধিকার, হয়ে গেলাম রাজাকার', 'কে বলে রে রাজাকার, ধিক্কার ধিক্কার', 'প্রধানমন্ত্রীর বক্তব্য প্রত্যাহার করতে হবে' ইত্যাদি স্লোগান দেন।
বরিশাল বিশ্ববিদ্যালয়ের কোটা আন্দোলনের সমন্বয়ক সুজয় শুভ বলেন, 'আমাদের যৌক্তিক আন্দোলনকে ভিন্নখাতে প্রবাহিত করতে নানা কুচক্রী মহল সক্রিয় হয়ে উঠেছে। আমরা কারো রক্তচক্ষুতে দেবে যাবো না।'
আন্দোলনকারী আরেক শিক্ষার্থী বলেন, আমাদের আন্দোলনে বিভিন্ন জায়গায় শিক্ষার্থীদের ওপর সরকারদলীয় ছাত্র সংগঠন হামলা করেছে৷ এই হামলার নিন্দা ও প্রতিবাদ জানাই। আমাদের দাবি যতদিন আদায় না হবে, ততদিন আন্দোলন চলবে।