৮ দফার পাশাপাশি বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আরও নতুন ৪ দাবি
কেন্দ্রীয়ভাবে ঘোষিত আটদফা দাবির পাশাপাশি বরিশালের প্রেক্ষাপটে আরও নতুন ৪টি দাবি উত্থাপন করেছেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের বৈষম্যবিরোধী আন্দোলনরত শিক্ষার্থীরা।
শনিবার (২৭ জুলাই) বিকেল সাড়ে ৪টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের নিচতলায় সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব নতুন দফা তুলে ধরেন বিশ্ববিদ্যালয়ের আন্দোলনের সমন্বয়ক সুজয় শুভ।
'সারাদেশের শিক্ষার্থীদের আটদফা দাবির পাশাপাশি আমাদের বিশ্ববিদ্যালয়ের প্রেক্ষাপটে আরও চারটি দাবি রয়েছে,' বলেন তিনি।
এ সময় তিনি বিশ্ববিদ্যালয়ের হল দ্রুত খুলে দেওয়া, বিশ্ববিদ্যালয়-সংলগ্ন এলাকার সাধারণ জনগণকে কোনো ধরনের মামলা-হয়রানি না করা, শিক্ষার্থীদের বর্তমান ও স্থায়ী ঠিকানায় আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কোনো ধরনের হয়রানি না করা এবং ক্যাম্পাসে নিরাপদ ও গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিতের দাবি করেন।
তিনি বলেন, 'আমরা বরাবরই শান্তিপূর্ণ ও অহিংস আন্দোলন করে এসেছি। যদিও আন্দোলন চলাকালে দেশব্যাপী নানা অনাকাঙ্ক্ষিত ঘটনার প্রেক্ষিতে আমাদের অনেক ভাই-বোন আহত ও নিহত হয়েছেন।'
সন্ত্রাস ও সহিংসতার সঙ্গে সাধারণ শিক্ষার্থীদের কোনো সম্পৃক্ততা নেই উল্লেখ করে সুজয় শুভ বলেন, 'সহিংসতাকে আমরা ঘৃণা করি।'
তিনি বলেন, আন্দোলন স্থগিত করা হয়নি। 'তবে এ মুহূর্তে বিশ্ববিদ্যালয় বন্ধ ও নানা বাস্তবতায় কোনো কর্মসূচি নেই।'
সারাদেশে আন্দোলনরত শিক্ষার্থীদের মতামতের ভিত্তিতে আন্দোলনকারীদের নতুন করণীয় পরে ঘোষণা করা হবে বলে জানান তিনি।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন কোটা সংস্কারের দাবিতে বরিশাল বিশ্ববিদ্যালয়ের আন্দোলনকারী শিক্ষার্থীদের নেতৃত্বে থাকা মাহমুদুল আলম রাজিব, ভূমিকা সরকার, সিরাজুল ইসলাম প্রমুখ।