বাংলাদেশে 'শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক' উত্তরণ চায় জাতিসংঘ
বাংলাদেশে একটি শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক রূপান্তরের লক্ষ্যে সব কর্তৃপক্ষ- রাজনৈতিক, সামরিক এবং অন্য যে কেউ- যারা বর্তমান উত্তরণে ভূমিকা রাখছে, তারা যেন একসঙ্গে কাজ করে সে বিষয়টি নিশ্চিত করতে চায় জাতিসংঘ।
সোমবার (৫ আগস্ট) নিউইয়র্কে নিয়মিত ব্রিফিংয়ে এ কথা জানান জাতিসংঘ মহাসচিবের উপমুখপাত্র ফারহান হক।
তিনি বলেন, "আমরা এই অঞ্চলের এবং বাংলাদেশে আমাদের দল কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ রাখছে। দেখি আমরা এটি নিয়ে কতদূর যেতে পারি। তবে এই মুহূর্তে পরিস্থিতি খুব দ্রুত এগোচ্ছে। অস্থিরতা কমলে কী হয়, তা আমাদের দেখতে হবে।"
তারা দেশের পরিস্থিতি খুব নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন এবং শান্ত ও সংযত থাকার আহ্বান অব্যাহত রেখেছেন বলে জানান ফারহান হক।
সব পক্ষকে শান্তিপূর্ণ সমাবেশ ও মত প্রকাশের অধিকারের প্রতি সম্মান জানানোর আহ্বান জানান জাতিসংঘের উপমুখপাত্র। তিনি আরও বলেন, "ঢাকা ও বাংলাদেশের অন্যান্য শহরের সড়কে যারা অবস্থান করছেন, তাদের রক্ষার জন্য আমরা নিরাপত্তা বাহিনীর প্রতি আহ্বান জানাচ্ছি।"
জাতিসংঘ 'শান্তিপূর্ণ, সুশৃঙ্খল ও গণতান্ত্রিক' ক্ষমতা হস্তান্তরের গুরুত্বের ওপর জোর দিয়েছে উল্লেখ করে ফারহান হক বলেন, "আমরা এই সময়ে বাংলাদেশের জনগণের সঙ্গে সম্পূর্ণ সংহতি প্রকাশ করছি এবং তাদের গণতান্ত্রিক ও মানবাধিকারের প্রতি পূর্ণ শ্রদ্ধা জানানোর আহ্বান জানাচ্ছি।"
এখন পর্যন্ত যা ঘটেছে সে সম্পর্কিত সব ধরনের সহিংসতার পূর্ণাঙ্গ, স্বাধীন ও নিরপেক্ষ ও স্বচ্ছ তদন্তের প্রয়োজনীয়তার ওপর জোর দেন তিনি।