ভিভিআইপি হয়েও নেননি সুবিধা, জ্যামে বসেছিলেন প্রধান উপদেষ্টা
অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে আজ ভিভিআইপি প্রটোকল নিয়েও জ্যামের মধ্যেই বসে থাকতে দেখা যায়।
রবিবার (১১ আগস্ট) রাজধানীর একটি ব্যস্ত সড়কে অন্যান্য গণপরিবহণের সঙ্গেই তার গাড়ি বহর চলতে দেখা যায়। এমনকি যানজটের কারণে কয়েক মিনিট জ্যামে বসেও ছিলেন তিনি।
এ সংক্রান্ত একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে।
ভিডিওতে দেখা যায়, প্রধান উপদেষ্টার নিরাপত্তার জন্য প্রটোকলে নিয়োজিত স্পেশাল সিকিউরিটি ফোর্সের (এসএসএফ) সদস্যরা যানজটের মাঝে প্রধানমন্ত্রী লেখা একটি গাড়ির চারপাশে দাড়িয়ে আছেন।
প্রসঙ্গত, বাংলাদেশের প্রশাসনিক নিরাপত্তা প্রটোকল বিধি অনুসারে, রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর গাড়িবহর চলাচলের সময় সড়কের এক পাশ খালি করে চলাচলের বিধান রয়েছে। তাদের চলাচলের ১৫ মিনিট আগে থেকেই নির্দিষ্ট সড়কটির একপাশ ফাঁকা করে সেখানে জনসাধারণের চলাচল বন্ধ করে রাখার নিয়ম অনুসরণ করা হয়।
তবে দেশের সাম্প্রতিক পরিস্থিতিতে এমনিতেই সাধারণ জনগণ ঘন্টার পর ঘন্টা রাস্তায় আটকে থাকছেন। এর মধ্যে জনদুর্ভোগ না বাড়াতে প্রধান উপদেষ্টা আজ সাধারণ জনগণের মতোই যানজটে অপেক্ষা করেন।