আশুলিয়ায় ভ্যানে লাশের স্তূপ: ঘটনা তদন্তে ৪ সদস্যের কমিটি গঠন
সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া ১ মিনিট ১৪ সেকেন্ডের একটি ভিডিওতে দেখা যায় ভ্যানের উপর লাশ স্তূপ করে রাখছে পুলিশ। এ ঘটনা তদন্তে চার সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়েছে বলে জানিয়েছেন ঢাকা জেলা পুলিশ সুপার আহম্মদ মুঈদ।
আজ রোববার (১ সেপ্টেম্বর) দুপুরে আশুলিয়া থানা পরিদর্শন শেষে সাংবাদিকদের একথা জানান তিনি।
এসময় আহম্মদ মুঈদ বলেন, জেলা স্পেশাল শাখার (ডিএসবি) অতিরিক্ত পুলিশ সুপার পদমর্যাদার একজন কর্মকর্তাকে তদন্ত কমিটির প্রধান করা হয়েছে।
বিষয়টি পুলিশ অত্যন্ত গুরুত্বের সঙ্গে নিয়েছে উল্লেখ করে তিনি বলেন, "তদন্ত কমিটি এ বিষয়ে অত্যন্ত গুরুত্ব সহকারে কাজ করছে। তবে কতদিনের মধ্যে প্রতিবেদন জমা দিবে সে বিষয়ে তদন্ত কমিটিকে কোন সময়সীমা বেধে দেওয়া হয়নি।"
এসময় এ ঘটনায় মামলা দায়ের করা হবে কিনা সেই প্রশ্নে পুলিশের এই কর্মকর্তা বলেন, "অবশ্যই, যে যে অপরাধ করেছেন তাদের সবার বিরুদ্ধে মামলা হবে।"
তিনি আরও বলেন, "আমরা ভিডিওটি দেখেছি তবে ফিজিক্যাল এভিডেন্স এখনও পাইনি। এগুলো নিয়েও আমাদের কাজ চলছে। ইতোমধ্যেই গতকাল একটি নিখোঁজ ডায়েরি হয়েছে। আমরা এটি নিয়েও কাজ করছি। আশা করছি খুব ভাল একটা রেজাল্ট আসবে।"
এর আগে গত বৃহস্পতিবার (২৯ আগস্ট) রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে ভ্যানে লাশের স্তুপের একটি ভিডিও ভাইরাল হয়। ভাইরাল হওয়া ১ মিনিট ১৪ সেকেন্ডের ভিডিওতে দেখা যায়, একটি ভ্যানে কয়েকটি লাশ স্তূপ করে রাখা হয়েছে এবং দুইজন পুলিশ সদস্য একজনের হাত ও পা ধরে একটি ভ্যানের ওপর অমানবিকভাবে ছুড়ে মারছেন।
পরবর্তীতে ভিডিওটি বিশ্লেষণ করে এবং ভিডিওতে থাকা একটি পোস্টারের সূত্র ধরে ভিডিওর সেই ঘটনাস্থল ঢাকার আশুলিয়া থানার সামনে বলে নিশ্চিত হওয়া গেছে।