ঢাকা কলেজ ও আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ
ঢাকা কলেজ ও আইডিয়াল কলেজের প্রথম বর্ষের শিক্ষার্থীদের মধ্যে আজ (১০ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে সংঘর্ষ শুরু হয়। এর জেরে রাজধানীর নিউমার্কেট এলাকায় যান চলাচল বন্ধ হয়ে যায়।
দুপুর পৌনে ৩টার দিকে নিউমার্কেট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহসীন উদ্দিন বিষয়টি নিশ্চিত করে দ্য বিজনেস স্ট্যান্ডার্ড (টিবিএস)-কে বলেন, 'দুই কলেজের শিক্ষার্থীদের মধ্যে তুচ্ছ বিষয়কে কেন্দ্র করে সংঘর্ষ হয়েছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে। ঢাকা কলেজের শিক্ষার্থীরা তাদের ক্যাম্পাসে ফিরে গেছে। যান চলাচলও স্বাভাবিক হয়েছে।'
সংঘর্ষের সময় সিটি কলেজ ক্যাম্পাসের সামনে অবস্থিত পপুলার মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালের ভেতরে আটকা পড়া আশিকুর রহমান শোভন টিবিএসকে জানান, তিনি পরিবারের একজন সদস্যের চিকিৎসার জন্য হাসপাতালে ছিলেন।
তিনি আরও বলেন, 'দুপুর দেড়টার দিকে আমি হাসপাতাল থেকে বের হচ্ছিলাম। কিন্তু রাস্তায় ছাত্রদের ধাওয়া পাল্টা ধাওয়ার কারণে বাইরে যেতে পারিনি। পরে ঢাকা কলেজের শিক্ষার্থীরা ধাওয়া করলে আইডিয়াল কলেজের শিক্ষার্থীরা তাদের ক্যাম্পাসে আশ্রয় নেয়।'