অধিকাংশ সময়ই বন্ধ থাকছে রমনা পার্ক
করোনাভাইরাস মহামারি মোকাবিলায় ২০২০ সালের ২৬ মার্চ সাধারণ ছুটির পর বন্ধ হয় রাজধানীর রমনা পার্ক।
মহামারি পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হওয়ার পরও পার্ক বন্ধ রাখায় নগরবাসীর সমালোচনার মুখে খুলে দেওয়া হয়। কিন্ত এতেও সংকট কাটেনি।
এখন দিনের নির্দিষ্ট সময়ের জন্য খোলা রাখায় ক্ষোভ প্রকাশ করছেন ঘুরতে আসা মানুষজন।
এ পার্কে নিয়মিত ব্যায়াম করতে আসেন রফিকুল ইসলাম। তিনি দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বলেন, আমার বাসা কাছে থাকায় সারাদিনের কাজের ব্যস্ততা শেষ করে সন্ধার পর নিয়মিতই এখানে আসতাম। লকডাউনের সময় বন্ধ থাকার পর এখন খুলে দেওয়া হয়েছে কিন্ত সময় বেঁধে। এজন্য সাপ্তাহিক ছুটির দিন ছাড়া খুব কম দিনই আসতে পারি। কোন কারণ ছাড়াই অধিকাংশ সময় বন্ধ রাখার কোন যৌক্তিকতা নেই।
অবসরপ্রাপ্ত কর্মকতা সাজ্জাদ হোসাইন টিবিএসকে বলেন, "কোভিডের সময়ও বন্ধ রাখা ঠিক হয়নি। যাদের প্রেশার, ডায়বেটিসসহ বিভিন্ন সমস্যার কারণে নিয়মিত ব্যায়াম ও দৌড়াতে হয়, আমরা অনেকেই এখানে নিয়তি আসি। কোভিডের সময় বন্ধ রাখায় অনেকেরই অনিয়ম হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পর খুলে দেওয়া হলেও সব গেট খোলা হয় না।"
রাজধানীর প্রাণকেন্দ্রে ৬৮ দশমিক ৫ একর জায়গাজুড়ে অবস্থিত এ পার্ক নগরবাসীর বিনোদন এবং অবসর সময় কাটানোর অন্যতম সবুজ ভূমি। আশপাশের এলাকা ছাড়াও প্রতিদিন বিভিন্ন এলাকা থেকে সব বয়সী মানুষ সময় কাটাতে আসে এখানে।
কেরানিগঞ্জ থেকে একটি সাইকেলিং গ্রুপের বেশ কয়েকজন তরুণ-তরুণী ঘুরতে এসে পার্ক বন্ধ পান। তাদের একজন মো. জাহিদ হাসান টিবিএসকে বলেন, "আমরা শুনেছি করোনার পর খুলে দেওয়া হয়েছে। কিন্ত দুপুরে এসে পার্কের সব গেট বন্ধ দেখি। আনসার সদস্যরা জানান ৩ টা থেকে খোলা থাকবে। এরপর দীঘ সময় অপেক্ষার পর ঢুকতে পেরেছি।"
রমনা পার্ক ঘুরে দেখা যায়, কাকরাইল মসজিদের পাশের গেটনহ বেশকয়েকটি গেট বন্ধ রয়েছে। গেটে দেওয়া নোটিশে বলা হয়েছে সকাল ৬টা থেকে বেলা ১১টা ও দুপুর ৩টা থেকে সন্ধ্যা সাড়ে ৭টা পর্যন্ত পার্কটি খোলা থাকবে। ফলে পার্কে ঘুরতে আসা দর্শনাথীরা নির্দিষ্ট সময় ছাড়া প্রবেশ করতে পারছেন না।
পার্কের নিরাপত্তার দায়িত্বে থাকা একাধিক আনসার সদস্য টিবিএসকে জানান, আগে পার্কের সবগুলো গেট খোলা ছিল। কিন্তু করোনার কারণে দীর্ঘদিন বন্ধ থাকে। এরপর কয়েকটি গেট বন্ধ থাকের সংস্কার কাজ বাকি থাকায়।
গণপূর্ত অধিদপ্তরের উপ-বিভাগীয় প্রকৌশলী সোহানুর রহমান টিবিএসকে বলেন, "করোনা শুরুর পর থেকে বিভিন্ন সময় বন্ধ রাখা হয়েছে, খোলা রাখা হয়েছে আবার কিছুদিন দিনের আংশিক সময় খোলা রাখা হয়েছে। এখন সকাল ৬ টা ও বিকেল ৩ টা থেকে নিদিষ্ট সময়ে খোলা রাখা হচ্ছে। এ কারণে এখানে ঘুরতে আসা মানুষজন প্রতিক্রিয়া জানাবে এটা স্বাভাবিক বিষয়,"
"এ পার্কের সংস্কার কাজ এখনো বাকি আছে, শেষ হবে হয়তো জুন মাসের মধ্যে। এরপর কর্তৃপক্ষ কোন সিদ্ধান্ত জানাতে পারে," বলেন তিনি।