তড়িঘড়ি করে ৪ বছর আগের হাইড্রোজেন পার অক্সাইড নিলামে বিক্রি করলো কাস্টমস
চট্টগ্রামের বিএম কন্টেইনার ডিপোতে অগ্নিকাণ্ডের ঘটনায় তড়িঘড়ি করে চারবছর ধরে পড়ে থাকা ৩০ মেট্রিক টন হাইড্রোজেন পার অক্সাইড বিক্রি করে দিয়েছে চট্টগ্রাম কাস্টমস হাউস।
সোমবার (৬ জুন) বিকাল তিনটায় চট্টগ্রাম বন্দরের ৮ নম্বর ইয়ার্ডে থাকা দুটি কনটেইনার ভর্তি হাইড্রোজেন পার অক্সাইড নিলামে তোলে চট্টগ্রাম কাস্টমস হাউস।
প্রকাশ্য নিলামে চট্টগ্রামভিত্তিক প্রতিষ্ঠান এয়াকুব ট্রেডিং ৫ লাখ ২০ হাজার টাকায় কিনে নেয় পণ্যগুলো। নিলামে ১৫ জন বিডার অংশ নিয়েছে। এই চালানের সংরক্ষিত দাম ধরা হয়েছিলো ২৩ লাখ ৮০ হাজার টাকা।
তুরস্ক থেকে চার বছর আগে পণ্য চালানটি আমদানি করেছিল গাজীপুরের কেয়া নিট কম্পোজিট লিমিটেড। দুই কনটেইনারের চালানটি বন্দরের চত্বরে পড়ে ছিল। চালানটিতে ৩০ হাজার ৪৫০ কেজি হাইড্রোজেন পার অক্সাইড ছিল।
চট্টগ্রাম কাস্টমসের নিলাম শাখার ডেপুটি কমিশনার আলী রেজা হায়দার টিবিএসকে বলেন, চট্টগ্রাম বন্দরে থাকা হাইড্রোজেন পার অক্সাইডের চালানটি দ্রুত নিলামে তুলতে ৫ জুন কাস্টমসকে চিঠি দেয় চট্টগ্রাম বন্দর। তাই দ্রত পণ্য চালানটি ৬ জুন স্পট নিলামে তোলা হয়। আজ (৭ জুন) বন্দর থেকে পণ্য চালানটি ডেলিভারি দেওয়া হবে।
এর আগে গত ২৫ মে হাইড্রোজেন পার অক্সাইডের একটি চালান স্পট নিলামে তোলে কাস্টমস। ওই চালানে ৩১৫টি ড্রামে ২০ হাজার ৪৭৫ কেজি পণ্য ছিল। ৫ লাখ ৮০ হাজার টাকায় পণ্যগুলো বিক্রি হয়।