হঠাৎ পদত্যাগ করলেন এইচএন্ডএমের সিইও হেলেনা হেলমারসন!
সুইডিশ ফ্যাশন হাউজ এইচএন্ডএম-এর সিইও পদ থেকে পদত্যাগ করেছেন হেলেনা হেলমারসন। প্রায় চার বছরের দায়িত্ব পালন শেষে গতকাল (বুধবার) এই সিদ্ধান্ত নেন তিনি।
হঠাৎ করে সিইও পদে পরিবর্তন এইচএন্ডএমের বিনিয়োগকারীদের কাছে অনেকটা অপ্রত্যাশিতই ছিল। এক্ষেত্রে ইতোমধ্যেই নতুন সিইও হিসেবে ড্যানিয়েল এরভারকে দায়িত্ব দেওয়া হয়েছে। তিনি এইচএন্ডএম ব্র্যান্ডের প্রধানের দায়িত্বে ছিলেন।
বিবৃতিতে হেলেনা বলেন, "বিগত বছরগুলিতে আমরা একসাথে যা অর্জন করেছি তার জন্য আমি বেশ গর্বিত। কেননা এই সময়টাতে আমরা মহামারি, ভূ-রাজনৈতিক ইস্যু এবং সামষ্টিক অর্থনৈতিক চ্যালেঞ্জের মধ্য দিয়ে গিয়েছি।"
বিবৃতিতে হেলেনা আরও বলেন, "যাইহোক, ব্যক্তিগতভাবে আমার জন্য সময়টি বেশ গুরুত্বপূর্ণ ছিল। তবে এখন আমি মনে করি যে, সিইও পদ থেকে সরে দাঁড়ানোর সময় এসেছে। আমার জন্য অবশ্যই এটি সহজ সিদ্ধান্ত ছিল না।"
হেলেনা প্রায় ২৬ বছর ধরে প্রতিষ্ঠানটিতে কর্মরত ছিলেন। রয়টার্স জানায়, স্টকহোমে প্রেস কনফারেন্সে হেলেনা বলেন, তিনি সিইও পদে দায়িত্ব পালন করার মতো কর্মশক্তি পাচ্ছেন না। এমনকি পদত্যাগের পর পরবর্তী পরিকল্পনা সম্পর্কেও ভাবেননি তিনি।
হেলেনা এমন এক সময়ে পদত্যাগ করলেন যখন কোম্পানিটির গত সেপ্টেম্বর থেকে নভেম্বর পর্যন্ত মুনাফা কমেছে ৭.২ ভাগ। যদিও ২০২৩ সালের প্রথম দিকে কোম্পানিটির বিক্রি বেড়েছিল। কিন্তু গত দুই মাসে ক্রিসমাস থাকার পরেও কোম্পানিটির বিক্রি কমেছে প্রায় ৪ শতাংশ।
সিইও-এর পদত্যাগের খবরের পর তাৎক্ষণিকভাবে স্টকহোমে স্থানীয় সময় বুধবার সকালে এইচএন্ডএমের শেয়ারের মূল্য ৯ শতাংশেরও বেশি কমেছে। যা গত ৯ মাসের মধ্যে এক দিনে প্রতিষ্ঠানটির সবচেয়ে বড় ক্ষতি। এছাড়াও চলতি বছরের শুরুর তুলনায় বর্তমানে শেয়ারের মূল্য বর্তমানে প্রায় ১৪ ভাগ কমে গিয়েছে।
ব্যবসায়িক কঠিন পরিস্থিতির পাশাপাশি কোম্পানিটির খুচরা বিক্রেতারাও সাপ্লাই চেইন মেনে চলতে কঠিন চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছেন। যার ফলশ্রুতিতে গত আগস্টে কোম্পানিটি জানায়, তারা মিয়ানমারে পর্যায়ক্রমে নিজেদের কার্যক্রম বন্ধ করবে।
এদিকে গত মাসের শুরুর দিকে কোম্পানিটি অস্ট্রেলিয়ায় একটি স্কুল ইউনিফর্মের বিজ্ঞাপন সরাতে বাধ্য হয়েছিল। কেননা সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীরা অভিযোগ করেন যে, এটিতে শিশুদের যৌনতার আঙ্গিকে উপস্থাপন করা হয়েছে। যদিও এর আগেই সেটি নেট দুনিয়ার ছড়িয়ে পড়ে। এই বিষয়ে এইচএন্ডএম সিএনএন-কে জানায়, "বিষয়টির জন্য আমরা গভীরভাবে দুঃখ প্রকাশ করছি।"
অনুবাদ: মোঃ রাফিজ খান