মাল্টার ছিনতাই হওয়া জাহাজ থেকে ভারতীয় যুদ্ধজাহাজে গুলি, আত্মসমর্পণ করতে বলেছে নৌবাহিনী
ভারতীয় নৌবাহিনীর একজন মুখপাত্র দাবি করেছেন, ২০২৩ সালের ডিসেম্বরে ছিনতাই হওয়া মাল্টার পতাকাবাহী বাল্ক কার্গো জাহাজ রুয়েনকে প্রতিহত করে জাহাজটিতে থাকা সোমালি জলদস্যুদের আত্মসমর্পণ করতে বলেছে ভারতীয় নৌবাহিনী।
১৪ ডিসেম্বর দস্যুরা রুয়েনের নিয়ন্ত্রণ নেয় বলে ধারণা করা হচ্ছে। শনিবার (১৬ মার্চ) ওই মুখপাত্র বলেন, শুক্রবার জলদস্যুরা আন্তর্জাতিক জলসীমায় থাকা ভারতীয় নৌবাহিনীর জাহাজের ওপর গুলি চালিয়েছে।
এ সময় নৌবাহিনীর জাহাজটি রুয়েনে থাকা জলদস্যুদের আত্মসমর্পণ করতে এবং জাহাজ ও জাহাজে কোনো বেসামরিক জিম্মি থাকলে তাদেরকে ছেড়ে দেওয়ার আহ্বান করে।
গত ১২ মার্চ বাংলাদেশের পতাকাবাহী জাহাজ এমভি আবদুল্লাহর দখল নেয় সোমালি জলদস্যুরা। বৃহস্পতিবার (১৪ মার্চ) ইউরোপীয় ইউনিয়নের নৌবাহিনী বলেছে, জলদস্যুরা এমভি আবদুল্লাহ ছিনতাই করার সময় এমভি রুয়েন ব্যবহার করেছিল বলে ধারণা করা হচ্ছে।
আরও পড়ুন: এমভি আবদুল্লাহর নিয়ন্ত্রণ নিতে ছিনতাই হওয়া মাল্টিজ জাহাজ ব্যবহার করেছিল জলদস্যুরা
২০১৭ সালের পর প্রথমবারের মতো এমভি রুয়েন জাহাজের মাধ্যমে সমুদ্রে সফলভাবে ছিনতাই করে সোমালি জলদস্যুরা।
ভারতীয় কর্তৃপক্ষ জানিয়েছে, তাদের নৌবাহিনী ২০২৩ সালের ডিসেম্বর থেকে কমপক্ষে ১৭টি ছিনতাই, ছিনতাইয়ের চেষ্টা বা সন্দেহজনক গতিবিধি রেকর্ড করেছে।
২০২৪ সালের জানুয়ারিতে জলদস্যুদের হাত থেকে বাণিজ্য জাহাজগুলোকে নিরাপত্তা দিতে লোহিত সাগরের পূর্বাঞ্চলে অন্তত এক ডজন যুদ্ধজাহাজ মোতায়েন করেছে ভারত। এখন পর্যন্ত আড়াইশর বেশি জাহাজে অনুসন্ধানমূলক কার্যক্রম চালিয়েছে দেশটির নৌবাহিনী।