মন্ত্রিসভায় রদবদলের মধ্যে পদত্যাগ করলেন ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী
পদত্যাগ করেছেন ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী দিমিত্র কুলেবা। দেশটির মন্ত্রিসভায় ব্যাপক রদবদলের মধ্যে তিনি পদত্যাগ করলেন। খবর বিসিবিসর।
দিমিত্র কুলেবার আগে অবশ্য স্থানীয় সময় গতকাল মঙ্গলবার মন্ত্রিসভার আরো অনেক সদস্যই পদত্যাগ করেন। তাদের মধ্যে অস্ত্র উৎপাদনের দায়িত্বে থাকা কৌশলগত শিল্পমন্ত্রী আলেক্সান্দার কামিশিনও রয়েছেন।
ক্ষমতাসীন দল সার্ভেন্ট অব দ্য পিপল এর সংসদীয় নেতা দেভিদ আরাখামিয়া বলেছেন, চলতি সপ্তাহেই মন্ত্রিসভার অর্ধেক পদে রদবদল করা হবে।
উল্লেখ্য, ২০২০ সালের মার্চ থেকে পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্বে ছিলেন কুলেবা। ইউক্রেনের বাইরে বহির্বিশ্বে প্রেসিডেন্ট জেলেনস্কির পর তারই বেশি পরিচিতি ছিল।
ইউক্রেনের এমপি ইনা সোভসান বিবিসিকে বলেন, কুলেবার দক্ষতা বা যোগ্যতা নিয়ে 'কোনো প্রশ্ন নেই'। তবে কুলেবা ও প্রেসিডেন্ট ভোলোদিমির জেলেনস্কির মধ্যে কোনো মতবিরোধ আছে কি না, সে বিষয়ে তিনি কিছু জানেন না।
তিনি বলেন, যেহেতু সামরিক আইনের কারণে পার্লামেন্ট বা প্রেসিডেন্ট নির্বাচন করা সম্ভব হয়নি, তাই সরকারে নতুন মুখ আনার ক্ষেত্রে রদবদল ভালো একটি উপায়, যা এ মুহূর্তে খুব খারাপভাবে প্রয়োজন।
মঙ্গলবার পদত্যাগ করা ব্যক্তিদের মধ্যে রয়েছেন- বিচারমন্ত্রী দেনিস মালিউস্কা, পরিবেশ সুরক্ষা মন্ত্রী রুসলাম স্ত্রিলেত্স, উপ-প্রধানমন্ত্রী ওলহা স্তেফানিশিনা ও ইরিনা ভেরেশচুক ও ইউক্রেনের স্টেট প্রপার্টি ফান্ডের প্রধান ভিতালি কোভাল। এছাড়াও প্রেসিডেন্টের জ্যেষ্ঠ সহকারী রোস্তিস্লাভ শার্মাকে প্রেসিডেনশিয়ার ডিক্রির মাধ্যমে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে।
দেভিদ আরাখামিয়া এক টেলিগ্রাম বার্তায় জানান, 'বড় রদবদলের' অংশ হিসেবে মন্ত্রিসভার অর্ধেকের বেশি পদে পরিবর্তন আনা হবে। আর আগামী বৃহস্পতিবারটি হবে 'নিয়োগের দিন'।
এ বিষয়ে মঙ্গলবার রাতে ভিডিও বার্তায় জেলেনস্কি বলেছিলেন, ইউক্রেনের কাঙ্ক্ষিত চাওয়াগুলো পূরণের জন্য রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো পুনর্গঠন করা হবে, যাতে করে ইউক্রেনের কাঙ্ক্ষিত চাওয়াগুলো পূরণ করা যায়। আর এজন্য অবশ্যই সরকারের কিছু ক্ষেত্রকে শক্তিশালী করতে হবে এবং এখানে পরিবর্তন আনতে হবে। প্রেসিডেন্ট অফিসেও পরিবর্তন আনা হবে বলে জানান জেলেনস্কি।
অবশ্য বিরোধী দলের এমপি ইরিনা গেরাশচেনকো এই রদবদল প্রক্রিয়ার সমালোচনা করেছেন।
২০২২ সালের ফেব্রুয়ারিতে রাশিয়া ইউক্রেনে তার পূর্ণ-আক্রমণ শুরুর পর থেকে জেলেনস্কি তার সরকারে বেশ কয়েকবার সংস্কার এনেছেন। ধারাবাহিক দুর্নীতির ঘটনায় গত বছরের মে মাসে প্রতিরক্ষামন্ত্রী ওলেক্সি রেজনিকভকে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়। এর পর কিয়েভের শীর্ষ কমান্ডার ভেলেরি জালুঝিনিকে চলতি বছরের শুরুতে সরিয়ে দেওয়া হয়।
চলতি বছরের মে মাসে প্রেসিডেন্ট জেলেনস্কির মেয়াদ শেষ হয়। বর্তমানে তিনি সামরিক আইনের অধীনে দেশটির প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করছেন।
ইউক্রেনের শহরগুলোতে রাশিয়ার ক্রমাগত বোমা হামলার মধ্যেই সরকারের বিভিন্ন পদে রদবদল আনছে ইউক্রেন।
মঙ্গলবার পোলতাভা কেন্দ্রীয় শহরটিতে একটি রাশিয়ার হামলায় ৫৩ নিহত ও আরও ২৭১ জন আহত হয়েছে। বুধবার ইউক্রেনের পশ্চিমাঞ্চলীয় শহর লভিভে নিহত হয়েছে সাতজন।