কমলা হ্যারিসের সঙ্গে আর কোনো বিতর্কে অংশ নেবেন না ট্রাম্প
রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প বৃহস্পতিবার বলেছেন, তিনি ৫ নভেম্বরের নির্বাচনের আগে কমলা হ্যারিসের বিরুদ্ধে আর কোনো প্রেসিডেন্সিয়াল বিতর্কে অংশ নেবেন না।
গতকাল বৃহস্পতিবার এ ঘোষণা দিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম 'ট্রুথ সোশ্যাল'-এ সাবেক এই প্রেসিডেন্ট লিখেছেন, 'তৃতীয় কোনো বিতর্ক হবে না!'
ইতোমধ্যে বেশ কয়েকটি জরিপে দেখা গেছে যে, ট্রাম্পের ডেমোক্র্যাটিক প্রতিদ্বন্দ্বী কমলা তাদের সাম্প্রতিক বিতর্কে জয়ী হয়েছেন।
মঙ্গলবার কমলা হ্যারিসের বিরুদ্ধে বিতর্কের আগে, গত জুনে প্রেসিডেন্ট জো বাইডেনের বিরুদ্ধে বিতর্কে অংশ নিয়েছিলেন ট্রাম্প।
নিয়েলসেনের তথ্য অনুযায়ী, দুই প্রার্থীর মধ্যে অনুষ্ঠিত প্রথম বিতর্ক ৬ কোটি ৭০ লাখ মানুষ সরাসরি দেখেছেন।
ট্রাম্পের পোস্ট লাইভ হওয়ার পরপরই এক সমাবেশে কমলা হ্যারিস বলেন, 'আমি বিশ্বাস করি ভোটারদের জন্য আরেকবার বিতর্কে অংশ নেওয়া আমাদের দায়িত্ব।'
ট্রাম্প তার পোস্টে বলেছেন, জরিপে দেখা গেছে যে তিনি বিতর্কে জিতেছেন।
তবে সত্যিটা হলো বেশ কয়েকটি জরিপে দেখা গেছে, দর্শক মনে করেন হ্যারিস ট্রাম্পের চেয়ে বেশি ভাল করেছেন।
বৃহস্পতিবার প্রকাশিত রয়টার্স/ইপসোস জরিপে দেখা গেছে, মঙ্গলবারের বিতর্ক সম্পর্কে ৫৩ শতাংশ ভোটার বলেছেন বিতর্কে কমলা হ্যারিস জয়ী হয়েছেন এবং ২৪ শতাংশ বলেছেন ট্রাম্প জয়ী হয়েছেন।
জরিপে দেখা গেছে যে, ৫৪% ভোটার বিশ্বাস করেন যে ট্রাম্প এবং হ্যারিসের মধ্যে একবার বিতর্কই যথেষ্ট, যেখানে ৪৬% দ্বিতীয়ার তাদের মধ্যে বিতর্ক দেখতে চেয়েছিলেন।
বিতর্কের পরপরই প্রকাশিত সিএনএনের এক ফ্ল্যাশ পোলে দেখা যায়, বিতর্ক পর্যবেক্ষকদের অধিকাংশই বলেছেন, কমলা হ্যারিস ট্রাম্পকে ছাড়িয়ে গেছেন।
ইউগভ জরিপে অংশগ্রহণকারীদের ৫৪ শতাংশ বলেছেন কমলা হ্যারিস জয়ী হয়েছেন এবং ৩১ শতাংশ বলেছেন ট্রাম্প বিজয়ী।
ভাবানুবাদ: তাবাসসুম সুইটি