'বিশ্বকাপ জিততেই কাতারে এসেছে ডেনমার্ক'
২০২০ ইউরোতে সেমি-ফাইনালে উঠে চমক দেখিয়েছিল ডেনমার্ক। যদিও আন্তর্জাতিক মঞ্চে ড্যানিশদের এই চমক দেখানো নতুন কিছু নয়। খেলার সুযোগই না পাওয়া থেকে ১৯৯২ ইউরো চ্যাম্পিয়ন হওয়ার কীর্তিও আছে ড্যানিশদের।
তবে এবার সেমি-ফাইনাল খেলতে নয় বরং বিশ্বচ্যাম্পিয়ন হতেই কাতার এসেছে ডেনমার্ক, এমনটাই বলেছেন ড্যানিশ ম্যানেজার ক্যাসপার হুলমান্ড।
গত ইউরোতে গ্রুপ পর্বের প্রথম দুই ম্যাচ হেরেও সেমি-ফাইনালে উঠেছিল ডেনমার্ক। যদিও বিশ্বকাপের আগে ডেনমার্ক দুর্দান্ত ফর্মে আছে। নিজেদের কোয়ালিফাইং গ্রুপে প্রথম হওয়ার পাশাপাশি উয়েফা নেশন্স লিগে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন ফ্রান্সকে দুইবার হারিয়েছে ড্যানরা। বিশ্বকাপেও ডেনমার্কের গ্রুপে আছে ফ্রান্স। অপর দুই দল তিউনিশিয়া এবং অস্ট্রেলিয়া।
বিশ্বকাপে নিজেদের জেতার সম্ভাবনা নিয়ে হুলমান্ড বলেন, "আমরা যখন কোনো টুর্নামেন্ট খেলতে যাই তখন সেটা জেতার স্বপ্ন নিয়েই খেলতে নামি। আমার খেলোয়াড়দের সামর্থ্য আছে যেকোনো টুর্নামেন্ট জেতার, এমনকি বিশ্বকাপও!"
তবে বিশ্বকাপ জেতার স্বপ্নের কথা জানালেও ডেনমার্ককে মোটেও ফেভারিটের তালিকায় রাখছেন না হুলমান্ড, "ডেনমার্ক অবশ্যই ফেভারিটের তালিকায় নেই। তবে আমাদের দিনে আমরা যে কাউকে হারানোর সামর্থ্য রাখি। আর আমার মতে, কোনো কিছু করতে চাইলে বড় স্বপ্ন দেখাটা জরুরি।"
কাতার বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে মঙ্গলবার বাংলাদেশ সময় সন্ধ্যা ৭ টায় তিউনিশিয়ার মুখোমুখি হবে ডেনমার্ক।