সিইসি: ইভিএমের ফল আইনস্টাইনও পাল্টাতে পারবেন না
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল বলেছেন, বিজ্ঞানী আইনস্টাইনও ইলেকট্রনিক ভোটিং মেশিনে ফল বদলে দিতে পারবেন না।
রোববার (২৬ ফেব্রুয়ারি) পাবনার ঈশ্বরদীতে 'নির্বাচনে আধুনিক প্রযুক্তি ব্যবহারের চ্যালেঞ্জসমূহ এবং উত্তরণের উপায়' শীর্ষক কর্মশালা শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।
ইভিএমে ভোটদান নিরাপদ জানিয়ে সিইসি বলেন, 'আইনস্টাইনও ইভিএম মেশিনে ফল পাল্টাতে পারবেন না।'
কাজী হাবিবুল আউয়াল আরও বলেন, 'ইভিএমের ভালো দিক হলো নিরাপত্তা। ভোটের নিরাপত্তা, যেমন আমার ভোট আমি দেব অন্য কেউ যাতে কেড়ে নিয়ে সিল মেরে দিতে না পারে। কারণ ভোটাররা না গেলে, ফিঙ্গারপ্রিন্ট না মিললে ডিজিটাল ব্যালট ওপেন হবে না।
'কিন্তু আমাদের বড় একটা অংশ দাঁড়িয়ে গেল ইভিএমের বিপক্ষে। তারা বলতে লাগল, এটা ভোট চুরির মেশিন। আমি নির্বাচন কমিশনে প্রথম যখন আসি তখন আমিও মনে করতাম হয়তো এই মেশিনে ভোট চুরি করা যায়। কিন্তু এরপর পরীক্ষা করতে থাকি। দীর্ঘদিন ধরে পরীক্ষা করেছি।'
সিইসি বলেন, বিশেষজ্ঞ এনেও ইভিএমে কারচুপি বের করা সম্ভব হয়নি। তিনি বলেন, 'গত ৯-১০ মাসে নির্বাচনেগুলাতে কোনো বস্তুনিষ্ঠ অভিযোগ পাইনি। আবার বলা হলো, শেষের ১০ মিনিটে ফলাফল পাল্টিয়ে দেওয়া সম্ভব। কিন্তু এই ১০ মিনিটে যদি একজন আইনস্টাইনকেও বসিয়ে দেওয়া হয় তিনিও ফল পাল্টাতে পারবেন না। এটা সম্ভব না।'
নির্বাচন অংশগ্রহণমূলক না হলে বিতর্ক সৃষ্টি হতে পারে উল্লেখ করে কাজী হাবিবুল আউয়াল বলেন, 'আমরা স্বস্তিদায়ক ও সহজভাবে নির্বাচন আয়োজন করতে চাই। সেজন্য আমরা প্রত্যাশা করি, দেশের বড় রাজনৈতিক দলগুলো যদি নির্বাচনে অংশগ্রহণ করে, তাদের মধ্যে মোটাদাগে বোঝাপড়া থাকে তাহলে ভালো নির্বাচন উপহার দিতে পারব।'
তিনি আরও বলেন, 'রাজনৈতিক নেতৃত্বের মধ্যে যদি কোনও বোঝাপড়ার ফাঁক থাকে, তাহলে আলোচনার মাধ্যমে সমাধান করুন। সবার সহযোগিতায় সব রাজনৈতিক দলগুলোর অংশগ্রহণে জনগণের কাছে অবাধ ও গ্রহণযোগ্য নির্বাচন উপহার দিতে চেষ্টা করব।'