দুই মিলানের লড়াইয়ে প্রথম হাসি ইন্টারের
দুই দলের ঝুলিতে আছে মোট দশটি ইউরোপ সেরার শিরোপা। মিলান শহর কিংবা ইতালি তো বটেই, ইউরোপিয়ান ফুটবলেরই অন্যতম বড় দুই নাম এসি মিলান এবং ইন্টার মিলান। দুই মিলান প্রায় ১৮ বছর পর মুখোমুখি হয়েছে চ্যাম্পিয়ন্স লিগের নক-আউট পর্বে। সেখানে সেমি-ফাইনালের প্রথম লেগে সাতবারের চ্যাম্পিয়ন এসি মিলানকে ২-০ গোলে হারিয়ে ফাইনালের পথে এক ধাপ এগিয়ে গিয়েছে তিনবারের চ্যাম্পিয়ন ইন্টার মিলান।
দুই দলই একই স্টেডিয়ামে খেলায় হোম-অ্যাওয়ে বলে আদতে কিছু নেই। তবে নিয়ম রক্ষার স্বার্থে এই ম্যাচটি ছিলো এসি মিলানের হোম ম্যাচ। সান সিরোতে অ্যাওয়ে ম্যাচ জিতে ইস্তাম্বুলের ফাইনালে খেলার স্বপ্ন পূরণে এগিয়ে গেল ইন্টার।
দুই মিলানের লড়াইয়ের প্রথম ধাপের ফলাফল নির্ধারণ হয়ে যায় ম্যাচের মাত্র ১১ মিনিটের মধ্যেই। কারণ এই সময়ের মাঝেই মিলানের জালে দুইবার বল জড়ায় ইন্টার। আট মিনিটে এডিন জেকো আর ১১ মিনিটে হেনরিখ মিখিতারিয়ানের গোল ম্যাচের নিয়ন্ত্রণ এনে দেয় ইন্টারের হাতে।
যদিও পুরো ম্যাচে এসি মিলানের কাছে বলের দখল বেশি সময় ছিলো, কিন্তু লক্ষ্যে শট বেশি ছিলো ইন্টারের। পুরো ম্যাচে মিলান তাদের অন্যতম সেরা খেলোয়াড় রাফায়েল লিয়াওকে মিস করেছে। চোটের কারণে ইন্টারের বিপক্ষে প্রথম লেগ খেলতে পারেন নি মিলানের এই পর্তুগিজ ফরোয়ার্ড।
২-০ গোলে পিছিয়ে থাকলেও ফাইনালের আশা এখনই ছাড়ছে না এসি মিলান। দ্বিতীয় লেগও যে নিজেদের চিরচেনা একই মাঠে। শুধু অ্যাওয়ে ট্যাগ লাগিয়ে খেলা ছাড়া আর কোনো পার্থক্যই নেই। আর দুই মিলানের লড়াইয়ে ঘটতে পারে যেকোনো কিছুই।
তাই ইস্তাম্বুলের টিকিট কেটে মিলান ডার্বিতে শেষ হাসিটা ইন্টারই হাসবে কিনা, তা সামনের সপ্তাহেই জানা যাবে।