২৯ জানুয়ারির মধ্যেই নির্বাচন হতে হবে: ইসি আলমগীর
নির্বাচন কমিশনার মো. আলমগীর বলেছেন, সম্ভাব্য অরাজক পরিস্থিতি এড়াতে সংবিধান অনুযায়ী জানুয়ারির ২৯ তারিখের মধ্যে আগামী জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হতে হবে।
মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) নির্বাচন কমিশন ভবনে নিজ দপ্তরে মিডিয়া ব্রিফিংয়ের সময় তিনি বলেন, 'যেভাবেই হোক না কেন, ২৯ জানুয়ারির মধ্যে নির্বাচন হতে হবে। কারণ তা না হলে একটি সাংবিধানিক গ্যাপ তৈরি হবে। সেই গ্যাপ তৈরি হলে দেশে একটা অরাজক পরিস্থিতি সৃষ্টি হবে। সেটি তো নির্বাচন কমিশন হতে দিতে পারে না।'
রাজনৈতিক পরিস্থিতিকে ভোটমুখী মনে করছেন কি না, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে মো. আলমগীর এই মন্তব্য করেন।
বিদেশি নির্বাচন পর্যবেক্ষক প্রসঙ্গে ইসি আলমগীর বলেন, 'নীতিমালা অনুযায়ী যেকোনো দেশের যেকোনো সংস্থা আমাদের কাছে আবেদন করতে পারে। তারা আবেদন করলে আমরা অনুমোদন দিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠিয়ে দিলে তারা চলে আসে।'
এছাড়া নির্বাচন কমিশনের পক্ষ থেকে ফোরাম ইলেকশন ম্যানেজমেন্ট বডিজ অব সাউথ এশিয়া-র (ফেম্বোসা) সদস্যদের দেশ বিশেষ করে প্রতিবেশী দেশগুলোকে আমন্ত্রণ জানানো হয়ে বলে তিনি জানান।
মো. আলমগীর বলেন, 'আমরা শীঘ্রই তাদেরকে আমন্ত্রণ জানাব।
'ফেম্বোসাভুক্ত দেশগুলো ছাড়াও সার্কভুক্ত দেশগুলোকে (আফগানিস্তান, ভুটান, ভারত, মালদ্বীপ, নেপাল, পাকিস্তান ও শ্রীলংকা) আমন্ত্রণ জানানোর বিষয়ে আলোচনা হয়েছে। শীঘ্রই তাদেরকে আমন্ত্রণ জানিয়ে চিঠি দেওয়া হবে।'