ফার্মগেট পার্ক রক্ষায় মানববন্ধন, একাত্মতা পোষণ করলেন স্বরাষ্ট্রমন্ত্রী ও মেয়র
রাজধানীর ব্যস্ততম ফার্মগেট মোড়ের শহিদ আনোয়ারা উদ্যানে (ফার্মগেট পার্ক) মেট্রোরেলের স্টেশন প্লাজা নির্মাণের উদ্যোগের প্রতিবাদ করে মানববন্ধন করেছে শিক্ষার্থী, অভিভাবকরা।
রবিবার দুপুর ১২টার দিকে ফার্মগেটের পুনর্নিমিত ফুটওভার ব্রিজের উদ্বোধনের আগে তেজগাঁও কলেজের শিক্ষার্থী, শিক্ষক, কর্মচারী ও অভিভাবকবৃন্দের আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মেট্রোরেল প্রকল্পের কাজ শেষে ঢাকার প্রাণকেন্দ্র ফার্মগেটে অবস্থিত শহিদ আনোয়ারা উদ্যান (৬৯'এর গণ অভ্যুত্থানের প্রথম নারী শহিদ আনোয়ারা বেগমের স্মৃতিতে নামকরণকৃত) পূর্ব ঘোষণা অনুযায়ী সংস্কার করে শিশু-কিশোরদের খেলাধুলা ও বিনোদনের উপযোগী এবং বয়স্কদের হাঁটার উপযোগী করে সবার জন্য উন্মুক্ত করে দেবার দাবিতে এ মানববন্ধন করেন তারা।
এসময় উপস্থিত শিক্ষার্থীসহ অন্যান্যরা দ্রুত পার্কটি খেলাধুলার উপযোগী করে সাধারণের ব্যবহারের জন্য খুলে দেওয়ার দাবি জানায়।
তাদের এ দাবির সাথে সংহতি প্রকাশ করেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র মো. আতিকুল ইসলাম এবং স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।
এখানে নতুন করে আর শপিংমল বা মার্কেট দরকার নেই বলে মন্তব্যকরেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র মো. আতিকুল ইসলাম।
ফুটওভার ব্রিজ উদ্বোধনী অনুষ্ঠানে ফার্মগেট পার্ক উদ্ধার নিয়ে মেয়র বলেন, 'ফার্মগেটে অনেক শপিংমল, মার্কেট রয়েছে। নতুন করে আর দরকার নাই। এখানে যে উদ্যান ছিল সেটা পুনরুদ্ধার করে শিক্ষার্থীদের জন্যে উন্মুক্ত করে দেওয়া হবে।'
ফার্মগেট মোড়ের শহিদ আনোয়ারা মাঠে ফার্মগেট স্টেশন বানিয়েছে মেট্রোরেল কর্তৃপক্ষ। এই মাঠের বাকি অংশে শপিংমল তৈরির মেট্রোরেলের উদ্যোগের বিরোধিতা করেছে এলাকাবাসী।