ফারমার্স ব্যাংক কেলেঙ্কারি: চিশতী ও তার ছেলের ১২ বছরের কারাদণ্ড
একই মামলায় বাবুল চিশতীর স্ত্রী ও ব্যাংকটির সাবেক ফার্স্ট ভাইস প্রেসিডেন্ট মাসুদুর রহমান খানের পাঁচ বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
১৬০ কোটি টাকা আত্মসাতের মামলায় ফারমার্স ব্যাংকের অডিট কমিটির সাবেক চেয়ারম্যান মাহবুবুল হক চিশতী ওরফে বাবুল চিশতী ও তার ছেলে রাশেদুল হক চিশতীকে ১২ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।
একই মামলায় বাবুল চিশতীর স্ত্রী রোজী চিশতী ও ব্যাংকটির সাবেক ফার্স্ট ভাইস প্রেসিডেন্ট মাসুদুর রহমান খানের পাঁচ বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
উল্লেখ্য, ১৬০ কোটি টাকা পাচারের অভিযোগে ২০১৮ সালের এপ্রিলে রাশেদুল, তার বাবা মাহবুবুল হক চিশতী সহ কয়েকজনের বিরুদ্ধে গুলশান থানায় মামলা করে দুর্নীতি দমন কমিশন।