সাবেক এসবিপ্রধানের কক্ষ থেকে ২৫ কোটি টাকা সরানোর অভিযোগ তদন্তে কমিটি গঠন
পুলিশের বিশেষ শাখার (এসবি) সাবেক প্রধান ও অতিরিক্ত মহাপরিদর্শক মনিরুল ইসলামের অফিস থেকে ২৫ কোটি টাকা তছরুপের অভিযোগ তদন্তে তিন সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে।
পুলিশ সদর দপ্তরের স্পেশাল সিকিউরিটি অ্যান্ড প্রোটেকশন ব্যাটালিয়নের (এসপিবিএন) ডিআইজি গোলাম কিবরিয়াকে এ কমিটির প্রধান করা হয়েছে।
পুলিশ সদর দপ্তরের একজন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে নিশ্চিত করেছেন, মনিরুল ইসলাম এসবির প্রধান হিসেবে দায়িত্ব পালনকালে ৫ থেকে ১২ আগস্টের মধ্যে এ টাকা সরানোর ঘটনা ঘটেছে বলে অভিযোগ রয়েছে।
'সে দিন সাবেক এসবি প্রধানের অফিসে ঠিক কী ঘটেছিল তা তদন্ত করার জন্য কমিটিকে দায়িত্ব দেওয়া হয়েছে এবং অবিলম্বে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে,' তিনি আরও বলেন।
একাধিক পুলিশ-সূত্রে জানা গেছে, বৈষম্যবিরোধী শিক্ষার্থীদের আন্দোলন দমনের জন্য এসবিপ্রধান মনিরুল ৩ আগস্ট আওয়ামী লীগ সরকারের কাছ থেকে ২৫ কোটি টাকা এনেছিলেন। সে টাকা তিনি তার কক্ষে রাখেন।
'তবে ওই টাকা বিতরণ করার আগেই ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন ঘটে। সেদিনের পর থেকে মনিরুল অফিসে আসা বন্ধ করে দেন।
'কিছু এসবি কর্মকর্তা তার কক্ষে ২৫ কোটি টাকা থাকার কথা জানতেন। তাদের বিরুদ্ধে এসবি অফিসের সিসিটিভি ক্যামেরা ও ইন্টারনেট বন্ধ করে ৫ থেকে ১২ আগস্টের মধ্যে কোনো এক সময়ে টাকা সরিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে,' সূত্র আরও জানায়।