প্রার্থিতা ফিরে পেলেন মাহিয়া মাহি
রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে করা আপিলের শুনানি শেষে রাজশাহী-১ (গোদাগাড়ী-তানোর) আসনের স্বতন্ত্র প্রার্থী চিত্রনায়িকা মাহিয়া মাহির মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন।
এর আগে এক শতাংশ ভোটারের সংখ্যায় গরমিল থাকায় রিটার্নিং কর্মকর্তা মাহির মনোনয়নপত্রের বৈধতা বাতিল করে দেন।
মাহিয়া মাহি রাজশাহী-১ আসনের স্বতন্ত্র প্রার্থী। আওয়ামী লীগের মনোনয়ন না পেয়ে তিনি এ আসনে স্বতন্ত্র প্রার্থী হন।
প্রার্থিতা ফিরে পেয়ে চিত্রনায়িকা মাহিয়া মাহি বলেন, আমি আমার জায়গা থেকে সৎ ছিলাম এবং আজকে সেটারই প্রতিদান পেলাম। আমার শতভাগ বিশ্বাস এ নির্বাচন কমিশনের আন্ডারে একটা সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে।
তিনি আরো বলেন, এবারে নির্বাচনে আমার আসনে হাড্ডাহাড্ডি লড়াই হতে যাচ্ছে। কারণ সেখানে আমার জনপ্রিয়তা অনেক বেশি। এলাকার লোকজনই আমাকে জোর করে বলেছেন, আপনাকে নির্বাচন করতে হবে। কারণ তারা জানে আমি একজন মাঝি, যদিও আমি নৌকা পাইনি এখনো। তারা আমাকে নৌকার মাঝি হিসেবে দেখতে চায়।'
এক প্রশ্নের জবাবে তিনি বলেন, মাঠে চাপ তো অবশ্যই আছে। কারণ কে চাইবে হেরে যেতে। আমরা কখনো হাঁটতে পছন্দ করিনা এবং চাইও না। আমি সেই জায়গাটা ধরে রাখতে চেষ্টা করব।'
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন চেয়েছিলেন চিত্রনায়িকা মাহিয়া মাহি। এজন্য মনোনয়ন ফরম তুলেছিলেন রাজশাহী-১ ও চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের জন্য। তবে দলের সংসদীয় মনোনয়ন বোর্ড তাকে বিবেচনায় নেয়নি।