‘গত ২৫ বছরে বাংলাদেশের ক্রিকেট এগোয়নি’
বাংলাদেশের ক্রিকেটের সর্বোচ্চ পর্যায় থেকে বয়সভিত্তিক দল, সব জায়গাতেই বিচরণ ছিল স্টুয়ার্ট ল'র। সেই ল যখন বাংলাদেশের ক্রিকেট নিয়ে কোনো মন্তব্য করেন, তা বেশ গুরুত্বের সঙ্গেই নিতে হয়। বর্তমানে যুক্তরাষ্ট্রের প্রধান কোচের দায়িত্ব পালন করছেন এই অস্ট্রেলিয়ান কোচ।
২০১১ থেকে ২০১২ সাল পর্যন্ত বাংলাদেশ জাতীয় দলের কোচ ছিলেন স্টুয়ার্ট ল। সর্বশেষ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে বাংলাদেশের কোচ ছিলেন তিনি। ল'র বর্তমান দল যুক্তরাষ্ট্রের কাছে সদ্যই টি-টোয়েন্টি সিরিজ হেরেছে বাংলাদেশ।
সেই স্টুয়ার্ট ল মনে করেন, বাংলাদেশের ক্রিকেট গত ২৫ বছরে সামনের দিকে এগোয়নি। আল-জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে এমন মন্তব্য করেছেন এই অজি কোচ, 'গত ২৫ বছরে বাংলাদেশ এগোতে পারেনি। তারা যেটাই চেষ্টা করছে, কোনো কারণে যেটি কাজ করছে না। তাদেরকে খুঁজে বের করতে হবে, কী করলে তারা সামনে এগোতে পারবে।'
ল আরও যোগ করেছেন, 'সম্ভবত এটিই সময় একসঙ্গে বসে আলোচনা করার। কী কী ভুল হয়েছে এবং কী কী করলে সামনে ভালো করা যাবে এসব নিয়ে কথা বলা উচিত। কোনোকিছু ভিন্নভাবে করে দেখার চেষ্টাও হয়তো করা উচিত।'
ল বিশ্বাস করেন, তরুণদের দিকে নজর দিলে বাংলাদেশের ক্রিকেট সামনে এগিয়ে যেতে পারে, 'বাংলাদেশের ১২ থেকে ১৬ বছর বয়সী ক্রিকেটারদের যদি ঠিকমতো পরিচর্যা করা হয় এবং তাদেরকে সঠিক খাবার এবং ফিটনেস নিয়ে কাজ করা হয়, তাহলে সামনে এক ভিন্ন বাংলাদেশকে সবাই দেখতে পাবে।'