কুমিল্লায় আওয়ামী লীগ অফিস, মন্ত্রী-এমপির বাড়িতে আগুন, ভারতে পালিয়েছেন অনেকে
কুমিল্লায় আওয়ামী লীগ অফিস, স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলাম ও এমপি বাহারের বাড়িতে আগুন দেওয়া হয়েছে। এছাড়া আওয়ামী লীগের অন্তত ১০০ নেতাকর্মী বিবির বাজার স্থলবন্দর দিয়ে ভারতে পালিয়েছেন বলে জানা গেছে।
গতকাল শেখ হাসিনার পদত্যাগ ও সেনাপ্রধানের ভাষণ শুনে কুমিল্লা নগরীতে শিক্ষার্থী ও সাধারণ মানুষ রাস্তায় নেমে আসে।
রাস্তায় নেমে নগরীর প্রাণকেন্দ্র কান্দিরপাড়ে বিজয় মিছিল করে রামঘাট মহানগর আওয়ামী লীগ অফিস ভাঙচুর ও অগ্নিসংযোগ করে অনেক বিক্ষোভকারী।
পরে নগরীর মুন্সেফবাড়ি এলাকায় সদর আসনের সংসদ সদস্য (এমপি) আ ক ম বাহাউদ্দিন বাহারের বাড়িতে হামলা ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। হামলা হয় পুলিশ লাইনেও।
এদিকে কুমিল্লার আদর্শ সদর উপজেলা চেয়ারম্যান আমিনুল ইসলাম টুটুল, মহানগর যুবলীগের আহ্বায়ক আবদুল্লাহ আল মাহমুদ সহিদ, ২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর গাজী গোলাম সারোয়ার শিপনসহ আওয়ামী লীগ নেতাকর্মীদের বাসায় হামলা হয়।
এছাড়া পুরো জেলায় আওয়ামী লীগের শতাধিক নেতার বাড়ি, তিতাস ও নাঙ্গলকোট থানায় ভাঙচুর করা হয়। হামলা ও আগুন লাগানো হয় কুমিল্লা ক্লাবে।
এদিকে বিবির বাজার স্থলবন্দরের দায়িত্বে থাকা পুলিশের এক কর্মকর্তা জানান, দুপুর থেকে এ স্থলবন্দর দিয়ে আওয়ামী লীগের কমপক্ষে ১০০ নেতাকর্মী ভারতে চলে যান।