অবাধ ও সুষ্ঠু নির্বাচনের জন্য প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা করব: সেনাপ্রধান
অবাধ ও সুষ্ঠু নির্বাচনের স্বার্থে বাংলাদেশ সেনাবাহিনী প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা করবে বলে জানিয়েছেন সেনাপ্রধান ওয়াকার-উজ-জামান।
তিনি বলেন,সেনাবাহিনী ১/১১-এর সময়ের মতো কঠোর হবে না বা অপারেশন ক্লিন হার্টের মতো কঠোর হবে না।
আজ মঙ্গলবার (১৩ আগস্ট) সেনাবাহিনী প্রধান রাজশাহী সেনানিবাসে এক প্রেস ব্রিফিংয়ে বলেন, আমরা সরকারকে সম্ভাব্য সব ধরনের সহযোগিতা করব।
তিনি আরও বলেন, সরকার কিছু সংস্কারমূলক কাজ করছে এবং একটি অবাধ, সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের চেষ্টা করছে। এজন্য তারা আমাদের কাছে যা সহযোগিতা চাইবে, আমরা তা করব।