ম্যাচসেরার প্রাইজমানি বন্যার্তদের সহায়তায় দান করলেন মুশফিক
পাকিস্তানের বিপক্ষে অবিস্মরণীয় টেস্ট জয়ে ব্যাট হাতে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন মুশফিকুর রহিম। মূলত তার ১৯১ রানের অসাধারণ ইনিংসটিই পার্থক্য গড়ে দেয়, প্রথম ইনিংসে ১১৭ রানে এগিয়ে যায় বাংলাদেশ। এই ব্যবধান ঘোচাতে গিয়ে নাভিশ্বাস অবস্থায় পড়ে যাওয়া পাকিস্তান বড় লক্ষ দিতে পারেনি।
দ্বিতীয় ইনিংসে ১৪৬ রানে অলআউট হয়ে বাংলাদেশকে মাত্র ৩০ রানের লক্ষ্য দেয় স্বাগতিকরা। যা হেসেকেলেই পার হয়ে যায় বাংলাদেশ, তুলে নেয় ১০ উইকেটের রেকর্ড গড়া জয়। এ জয়ে সর্বোচ্চ অবদান রাখায় ম্যাচসেরার পুরস্কার জেতেন মুশফিক। সেই পুরস্কারের পুরো অর্থ দেশের বন্যার্তদের সাহায্যে দান করার ঘোষণা দিয়েছেন অভিজ্ঞ এই ব্যাটসম্যান।
ম্যাচসেরার পুরস্কার হিসেবে তিন লাখ পাকিস্তানি রুপি পান তিনি। বাংলাদেশি মুদ্রায় ১ লাখ ২৮ হাজার টাকার বেশি। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থাপকের বেশ কয়েকটি প্রশ্নের উত্তর দেওয়ার পর মুশফিক জানান, একটি ঘোষণা দিতে চান তিনি। ডানহাতি এই ব্যাটসম্যান বলেন, 'আমি আমার প্রাইজমানি বাংলাদেশে বন্যার্তদের সহায়তায় দান করতে চাই।' এ সময় বন্যার্তদের সাহায্য করতে সবাইকে অনুরোধও করেন তিনি।
লিটন কুমার দাসের সঙ্গে জুটি বাধার পর মেহেদী হাসান মিরাজের সঙ্গে সপ্তম উইকেটে বাংলাদেশের সেরা জুটি গড়েন মুশফিক। অভিজ্ঞ এই ক্রিকেটার দায়িত্বশীল ব্যাটিংয়ে খেলেন ৩৪১ বলে ২২টি চার ও একটি ছক্কায় ১৯১ রানের দুর্দান্ত ইনিংস। টেস্টে এটা তার ১১তম সেঞ্চুরি ও নিজের চতুর্থ সর্বোচ্চ ইনিংস। বাংলাদেশের একমাত্র ব্যাটসম্যান হিসেবে টেস্টে ৩টি ডাবল সেঞ্চুরির মালিক তিনি।
টেস্টে বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ রানের এই মালিক জানান, এই ইনিংসটি তার ক্যারিয়ারের অন্যতম সেরা। মুশফিক বলেন, 'এটা এখন পর্যন্ত আমার ক্যারিয়ারের অন্যতম সেরা ইনিংস, কারণ বিদেশের মাটিতে আমরা আগে ভালো করতে পারিনি। দেশে এবং পাকিস্তানে এসে ক্রিকেটাররা ভালো প্রস্তুতি নিয়েছিল।'