বাইডেনকে পেছনে ফেলে কমলা-ট্রাম্প বিতর্কে দর্শক সংখ্যা ৬৭ মিলিয়ন ছাড়িয়েছে
যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস ও সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিতর্ক ১৭টি টেলিভিশন নেটওয়ার্কে ৬৭ মিলিয়নের বেশি দর্শক দেখেছেন। গত জুন মাসে রিপাবলিকান প্রার্থী ও বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে ট্রাম্পের বিতর্ক অনুষ্ঠানের দর্শক ছিল ৫১ মিলিয়ন।
গত মঙ্গলবার রাতে ফিলাডেলফিয়ায় ৯০ মিনিটের এক বিতর্কের আয়োজন করেছিল টেলিভিশন চ্যানেল এবিসি। বিতর্কে গর্ভপাত, অভিবাসন ও ২০২০ সালের নির্বাচনের ফলাফল নিয়ে পাল্টাপাল্টি তুমুল আলোচনা হয়।
এ বিতর্কটি বছরের খেলাধুলাবিষয়ক কোনো অনুষ্ঠানে ছাড়া সবচেয়ে বেশি দর্শক টেনেছে। তবে ২০২০ সালের ট্রাম্প-বাইডেনের বিতর্কের তুলনায় মোট দর্শক সংখ্যা কম ছিল। সেসময় ৭৩ মিলিয়নের বেশি মানুষ সে বিতর্ক দেখেছিল। এর আগে ২০১৬ সালে হিলারি ক্লিনটন এবং ট্রাম্পের বিতর্কটি রেকর্ড সংখ্যক মানুষ দেখেছিল। এ বিতর্কের দর্শক সংখ্যা ছিল ৮৪ মিলিয়ন।
অবশ্য ২০১৬ সালের পর থেকে দর্শকদের অভ্যাস নাটকীয়ভাবে বদলে গেছে। মঙ্গলবারের বিতর্কটি দেখার জন্য অসংখ্য স্ট্রিমিং প্লাটফর্ম ও সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহৃত হয়েছে। তবে সেগুলো বিবেচনায় নেওয়া হয়নি। আগের নির্বাচনের তুলনায় এবার কম আমেরিকানরা টেলিভিশনে বিতর্ক দেখেছেন। তবে লক্ষাধিক মানুষ ডিজিটাল প্ল্যাটফর্মে বিতর্কটি উপভোগ করেছেন।
ডিবেটের আয়োজক এবিসি চ্যানেলটি ১৯ মিলিয়নেরও বেশি দর্শক টেনেছে। এরপরের অবস্থানে আছে এনবিসি যারা ১০ মিলিয়নেরও বেশি এবং ফক্স নিউজ ৯ মিলিয়নের বেশি দর্শক পেয়েছে।
এবিসি জানিয়েছে, বিতর্কটি কমপক্ষে ১৬ বছরের মধ্যে যেকোনো নেটওয়ার্কে সর্বাধিক দর্শক টেনেছে। ডিজনি মালিকানাধীন বিভিন্ন স্ট্রিমিং প্ল্যাটফর্মেও ৭ মিলিয়নেরও বেশি মানুষ যুক্ত হয়েছেন।
যদিও দীর্ঘ কয়েক দশক ধরে প্রেসিডেন্ট নির্বাচনের বিতর্কগুলো স্বাধীন প্রেসিডেন্ট ডিবেট কমিশন দ্বারা পরিচালিত হয়ে আসছিল। এ বছর প্রার্থীরা ঐতিহ্য ভেঙে সরাসরি টেলিভিশন নিউজ আউটলেটগুলোর আয়োজিত বিতর্কে অংশ নেওয়ার জন্য সম্মত হন।
মঙ্গলবার রাতের বিতর্কে মডারেটর ডেভিড মুর এবং লিন্ডসি ডেভিস ট্রাম্পের কথাগুলোকে কমপক্ষে তিনবার সংশোধন করেন। এতে ট্রাম্প ও তার সমর্থকদের তীব্র প্রতিক্রিয়া দেখা যায়।
বিতর্কের পর ট্রাম্প এবিসির বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন এবং এটিকে "সবচেয়ে অসৎ সংবাদ মাধ্যম" বলে উল্লেখ করেন। বিতর্ক চলাকালীন অন্তত ৩৩টি মিথ্যাচার হয়েছে বলে দাবি করেন ট্রাম্প। তিনি বারবার বলেন, বিতর্কতে দুজন মডারেটসহ 'তিনজন এক পক্ষে'। মডারেটরদের আচরণের কারণে ডিজনির এফসিসি সম্প্রচার লাইসেন্স বাতিল করা উচিত বলেও মন্তব্য করেন তিনি।