রাজশাহীতে ট্রেনে বরযাত্রীদের ওপর ছাত্রদের হামলা
রাজশাহীতে ট্রেনের ভেতর বরযাত্রীদের ওপর হামলা করেছে একদল শিক্ষার্থী। আজ সকালে জেলার আড়ানী স্টেশন থেকে গোদাগাড়ী উপজেলার কাঁকনহাট যাওয়ার পথে তারা হামলার শিকার হন। এতে একজনের হাত ভেঙে গেছে।
পরে রাজশাহী রেলওয়ে স্টেশনে নামার পর এক হামলাকারীকে (১৭) আটক করে পুলিশে দেওয়া হলেও পরে তাকে ছেড়ে দেওয়া হয়। সে নগরীর আসাম কলোনি বউবাজার এলাকার বাসিন্দা ও নগরীর ইউসেপ স্কুলের শিক্ষার্থী।
রাজশাহী রেলওয়ে থানা পুলিশের ওসি গোপাল কুমার জানান, বরযাত্রীদের ওপর হামলার ঘটনায় এক সেনাসদস্য এক কিশোরকে (১৭) আটক করে রেলওয়ে থানা পুলিশের হাতে তুলে দেন। বিষয়টি বরযাত্রী ও ওই কিশোরের পরিবার আলোচনা করে মীমাংসার কথা বলে লিখিত দিয়েছেন। পরে ওই কিশোরকে ছেড়ে দেওয়া হয়েছে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, আজ সকালে ট্রেনের ভেতরে বরযাত্রীদের ওপর হামলা করে টাকা পয়সা লুট করে একদল ছাত্র। তারা জিআই পাইপ দিয়ে পিটিয়ে বরযাত্রীদের একজনের হাতও ভেঙে দেয়।
হামলায় মনির (২৪), মাইনুল (২৬) নামের দুজনসহ কিশোর বয়সী আরও কয়েকজন ছাত্র ছিল বলে আটক ওই ছাত্র জানিয়েছে। তাদের মধ্যে মনির ও মাইনুল ছাড়া সবাই বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থী।
আহত বরযাত্রী আরিফুল ইসলামের (২৮) বাড়ি জেলার বাঘা উপজেলার আড়ানী ননুনগর গ্রামে। হামলা থেকে বাঁচতে তিনি রাজশাহী স্টেশনে নেমে দৌড় দেন। তাকে জিআই পাইপ ও ক্রিকেট খেলার স্ট্যাম্প দিয়ে পিটিয়ে ডান হাত ভেঙে দেওয়া হয়। তার পিঠেও আঘাতের চিহ্ন রয়েছে।
আহত আরেকজন ডিটল সরকার ওই ট্রেনেই কাঁকনহাট চলে যান।
বরযাত্রীরা জানান, তারা আড়ানী থেকে ৩০ জন বরযাত্রী ট্রেনে উঠেছিলেন। ট্রেনের ওঠার পরে ওই দলের সঙ্গে তাদের কোনো একজনের ঝামেলা হয়। একপর্যায়ে ডিটল সরকারকে মেরে তার মোবাইল ফোন ও কাছে থাকা নগদ আট হাজার টাকা কেড়ে নেন।