যুক্তরাষ্ট্রে সুপারমার্কেটে গোলাগুলিতে পুলিশসহ নিহত ১০
যুক্তরাষ্ট্রের কলোরাডো অঙ্গরাজ্যের একটি সুপারমার্কেটে গুলিবর্ষণে পুলিশের এক কর্মকর্তাসহ অন্তত ১০ জন নিহত হয়েছেন।
সোমবার স্থানীয় সময় বেলা তিনটার দিকে ডানভারের উত্তর-পশ্চিমে অবস্থিত কিং সুপার্স গ্রোসারি স্টোরে এ ঘটনা ঘটে।
এ ঘটনায় পুলিশ এক সন্দেহভাজন বন্দুকধারীকে গ্রেপ্তার করেছে।
ঘটনার কয়েক ঘণ্টা পর এক সংবাদ সম্মেলনে কর্তৃপক্ষ এ তথ্য জানায়।
এই নিয়ে যুক্তরাষ্ট্রে এক সপ্তাহের মধ্যে দ্বিতীয়বার বন্দুক হামলার ঘটনা ঘটল। যুক্তরাষ্ট্রের জর্জিয়া অঙ্গরাজ্যের আটলান্টায় গত মঙ্গলবার (১৭ মার্চ) তিনটি স্পা সেন্টারে দুর্বৃত্তের গুলিতে ছয় এশীয় নারীসহ আটজন নিহত হন। সন্দেহভাজন একজন হামলাকারীকে (২১) পুলিশি হেফাজতে নেওয়া হয়।
বোল্ডার শহরের পুলিশ প্রধান ম্যারিস হেরল্ড জানিয়েছেন, কিং সুপার্স গ্রোসারি স্টোরে হামলার ঘটনায় ১০ জন নিহত হয়েছেন, তাদের মধ্যে একজন ৫১ বছর বয়সী পুলিশ কর্মকর্তা এরিক ট্যালি। গুলির আওয়াজে ঘটনাস্থলে উপস্থিত হওয়া প্রথম ব্যক্তিই ছিলেন ট্যালি।
সন্দেহভাজন বন্দুকধারীকে গ্রেপ্তার করা হয়েছে; পুলিশের সঙ্গে সংঘর্ষের সময় বন্দুকধারী আহত হয়েছেন বলে মনে করা হচ্ছে।
সংবাদ সম্মেলনে বোল্ডার পুলিশ বিভাগের কমান্ডার ক্যারি ইয়ামাগুচি বলেছেন, " আজ এখানে যা হয়ে গেল তা অত্যন্ত মর্মান্তিক"।
তবে এখন পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে বলে জানান ইয়ামাগুচি।
কী কারণে ওই হামলার ঘটনা ঘটেছে তা এখনও নিশ্চিত নয়। গোলাগুলির এই ঘটনা লাইভ স্ট্রিমে দেখিয়েছেন প্রত্যক্ষদর্শীরা। পরবর্তীতে তা টেলিভিশন এবং ইউটিউবে প্রচারিত হয়।
নিজেকে সাংবাদিক হিসাবে পরিচয় দেয়া এবং ভিডিও শেয়ার করা ডিন শিলার নামক একজন প্রত্যক্ষদর্শী গণমাধ্যমকে জানান, তিনি দোকানটি থেকে বেরিয়ে আসার সময়ই গুলির শব্দ শুনতে পান। পরে তিনি তিনজনকে গুলিবিদ্ধ অবস্থায় পড়ে থাকতে দেখেন।
কিছুক্ষণ পর পুরো এলাকা পুলিশ ঘিরে রাখে।
টেলিভিশনে ঘটনাস্থল থেকে সরাসরি সম্প্রচারিত ভিডিও ফুটেজে দেখা যায়, পুলিশ দোকানের কর্মী এবং ক্রেতাদের মাথায় হাত দিয়ে ঘটনাস্থল থেকে বের করে নিয়ে আসছেন। দোকানটির বাইরে একাধিক এম্বুলেন্সের উপস্থিতি দেখা গেছে।
রয়টার্স অবলম্বনে