সুপার লিগ থেকে সরে দাঁড়ালো ছয় ইংলিশ ক্লাব
ইউরোপিয়ান সুপার লিগের আনুষ্ঠানিক ঘোষণার পর থেকে বিতর্কের শুরু। পক্ষে, বিপক্ষে অনেক মতই এলো। কিন্তু প্রবল সমালোচনার মুখে দুই দিনের মাথায়ই সুপার লিগ থেকে আনুষ্ঠানিকভাবে নাম প্রত্যাহার করে নিলো ইংলিশ প্রিমিয়ার লিগের ৬ ক্লাব। বুধবার ভোরে প্রকাশ পাওয়া বিবিসির এক প্রতিবেদনে এমনই বলা হয়েছে।
প্রথম ক্লাব হিসেবে চেলসি সুপার লিগ থেকে নাম প্রত্যাহার করে নেওয়ার ইচ্ছার কথা জানায়। তবে কাজটি আগে করেছে ম্যানচেস্টার সিটি। প্রথম ক্লাব হিসেবে বিদ্রোহী এই টুর্নামেন্ট থেকে নাম প্রত্যাহার করে নেয় ম্যান সিটি। এ নিয়ে নিজেদের ওয়েবসাইটে আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছে ক্লাবটি।
এরপর বাকি চার ক্লাব আর্সেনাল, লিভারপুল, ম্যানচেস্টার ইউনাইটেড ও টটেনহ্যাম হটস্পার সুপার লিগে থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেয়। প্রতিটি ক্লাবই এ নিয়ে বিবৃতি দিয়েছে। সুপার লিগে নাম লেখানোর সিদ্ধান্তে বেশিরভাগ ক্লাবই অনুতপ্ত।
ম্যান সিটি তাদের বিবৃতিতে জানিয়েছে, সুপার লিগ থেকে আনুষ্ঠানিকভাবে নাম প্রত্যাহারের কাজ শেষ করেছে তারা। লিভারপুল জানিয়েছে, বিদ্রোহী টুর্নামেন্টে জড়িত থাকার প্রক্রিয়া শেষ করা হয়েছে।
ম্যাচচেস্টার ইউনাইটেড তাদের বিবৃতিতে জানিয়েছে; ভক্ত, ইংল্যান্ড সরকার ও মূল স্টকহোল্ডারদের প্রতিক্রিয়ার ভিত্তিতে সুপার লিগ থেকে নাম প্রত্যাহার করার সিদ্ধান্ত নিয়েছে তারা।
সুপার লিগে খেলার সিদ্ধান্ত নেওয়ায় ক্ষমা চেয়েছে আর্সেনাল। ক্লাবটি জানিয়েছে, এমন সিদ্ধান্ত নেওয়া তাদের ভুল হয়েছে। ভক্তদের চাওয়া ও ফুটবলের বৃহত্তর স্বার্থে তারা সুপার লিগ থেকে নাম প্রত্যাহার করে নিয়েছে। সুপার লিগে অংশ নেওয়ার সিদ্ধান্তের কারণে অনুতপ্ততার কথা জানিয়েছেন টটেনহ্যাম হটস্পারের চেয়ারম্যান ড্যানিয়েল লেভি।
গত রোববার সুপার লিগ কর্তৃপক্ষ টুর্নামেন্ট আয়োজনের ঘোষণাসহ অংশগ্রহণকারী ১২টি ক্লাবের নাম প্রকাশ করে। ইংলিশ ৬ ক্লাব নাম প্রত্যাহার করে নেওয়ায় বাকি রইলো ৬ ক্লাব। ক্লাবগুলো হচ্ছে রিয়াল মাদ্রিদ, বার্সেলোনা, অ্যাটলেটিকো মাদ্রিদ, জুভেন্টাস, এসি মিলান ও ইন্টার মিলান।
লিওনেল মেসিদের দল বার্সেলোনার সুপার লিগে অংশ নাও নেওয়া হতে পারে। স্প্যানিশ ক্লাবটিকে নিয়ে সংশয়ের কারণ চুক্তির একটি ধারা। যেখানে বলা হয়েছে, ক্লাবের সদস্যরা অনুমতি না দিলে সুপার লিগে অংশ নিতে পারবে না বার্সেলোনা।