হাঁটুর চোটে ফ্রেঞ্চ ওপেন থেকে নাম প্রত্যাহার করলেন জোকোভিচ
নোভাক জোকোভিচও যে মানুষ সেটি প্রমাণিত হলো যেন। নয়তো ৩৭ ছুঁই ছুঁই বয়সে টানা দুই ম্যাচে চার ঘন্টার বেশি যেভাবে লড়েছেন এবং জিতেছেনও, তাতে ২৪ গ্র্যান্ডস্লামের মালিককে ভিনগ্রহের কেউ ভাবলেও দোষের কিছু হবে না। কিন্তু সেই লড়াইগুলোই কাল হলো সার্বিয়ান তারকার জন্য। হাঁটুর চোটে পড়ে ফ্রেঞ্চ ওপেনে আর খেলতে পারবেন না জোকোভিচ৷
কোয়ার্টার ফাইনালে ক্যাসপার রাডের মুখোমুখি হওয়ার কথা ছিল জোকোভিচের। কিন্তু হাঁটুর চোট তাকে নাম সরিয়ে নিতে বাধ্য করেছে। তাই ওয়াকওভার পাচ্ছেন সাত নাম্বার বাছাই রাড। ক্যারিয়ারের ২৫তম গ্র্যান্ডস্লাম জয়ের স্বপ্ন তাই এখানেই বলি দিতে হচ্ছে বর্তমান ফ্রেঞ্চ ওপেন চ্যাম্পিয়ন জোকোভিচকে।
সার্বিয়ান তারকার নাম প্রত্যাহার করার বিষয়টি এক বিবৃতিতে নিশ্চিত করেছে টুর্নামেন্ট কর্তৃপক্ষ, 'ডান হাঁটুর পেশি ছিঁড়ে যাওয়ায় রোঁলা গারো থেকে নিজেকে সরিয়ে নিতে বাধ্য হয়েছেন জোকোভিচ।' গতকাল কোর্টে বেশ কয়েকবার পিছলে পড়ে হাঁটুতে ব্যথা পান জোকোভিচ। এ নিয়ে কর্তৃপক্ষের ওপর ক্ষোভ প্রকাশ করেন তিনি।
টুর্নামেন্ট থেকে ছিটকে যাওয়ার শঙ্কাও প্রকাশ করেছিলেন জোকোভিচ। সার্বিয়ান তারকা বলেছিলেন, 'জানি না আগামীকাল কী ঘটবে অথবা কোর্টে নামতে পারব কিনা। তবে আশা করছি নামব। এখন দেখা যাক কী ঘটে।'
এর কয়েক ঘণ্টার ব্যবধানে এমআরআই করানোর পর জানা গেল, জোকোভিচের শঙ্কাটাই সত্যি হচ্ছে। এতে ক্যাপসার রাডের বিপক্ষে কোয়ার্টার ফাইনালে তার আর খেলা হচ্ছে না। টুর্নামেন্ট এখানেই শেষ হওয়ায় ইয়ানিক সিনারের কাছে শীর্ষস্থানও হারাচ্ছেন জোকোভিচ।