রোহিত-রাহুলের রেকর্ড জুটিতে ভারতের রান পাহাড়
চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিপক্ষে ১০ উইকেটের হারে শুরু। পরের ম্যাচেও নিউজিল্যান্ডের বিপক্ষে ৮ উইকেটের বড় হার। তিন ম্যাচ বাকি থাকতেই সেমি-ফাইনাল স্বপ্ন বিবর্ণ হয়ে ওঠে ভারতের। আশা বাঁচিয়ে রাখতে পরের তিন ম্যাচেই চাই বড় জয়। এমন সময়ে জ্বলে উঠলো দলটি। ব্যাট হাতে আফগানিস্তানের বোলারদের ওপর দিয়ে ঝড় বইয়ে দিলেন ভারতের চার ব্যাটসম্যান।
বুধবার আবু ধাবিতে টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার লিগে নিজেদের তৃতীয় ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে রান পাহাড় গড়েছে ভারত। দুই ওপেনার রোহিত শর্মা ও লোকেশ রাহুলের রেকর্ড জুটির পর ঋষভ পন্ত ও হার্দিক পান্ডিয়ার ব্যাটিং ঝড়ে ২ উইকেটে ২১০ রানের বিশাল সংগ্রহ গড়েছে বিরাট কোহলির দল। চলতি বিশ্বকাপে এটাই এখন পর্যন্ত সর্বোচ্চ দলীয় সংগ্রহ।
ঘুরে দাঁড়ানোর ম্যাচে একের পর এক রেকর্ড গড়ে গেছে ভারত। দেয়ালে যখন পিঠ ঠেকে আছে, তখনই চললো তাদের ব্যাটিং শো। টি-টোয়েন্টি বিশ্বকাপে এটা ভারতের দ্বিতীয় সর্বোচ্চ দলীয় সংগ্রহ। তাদের সর্বোচ্চ সংগ্রহ ২১৮। ২০০৭ বিশ্বকাপে গৌতম গম্ভীর ও বীরেন্দর শেবাগের রেকর্ড ১৩৬ রানের জুটিতে ইংল্যান্ডের বিপক্ষে এই স্কোর গড়ে মহেন্দ্র সিং ধোনির দল।
নিজেদের ইতিহাসের দ্বিতীয় সর্বোচ্চ দলীয় সংগ্রহ গড়ার দিনে রেকর্ড জুটি গড়েন রোহিত শর্মা ও লোকেশ রাহুল। উড়ন্ত সূচনার পর উদ্বোধনী জুটিতে ১৪০ রান যোগ করেন তারা। টি-টোয়েন্টি বিশ্বকাপে এটাই ভারতের সেরা উদ্বোধনী জুটি। গম্ভীর-শেবাগের জুটিকে ছাড়িয়ে যাওয়ার দিনে ভুবন ভোলানো ব্যাটিং করেন রোহিত-রাহুল।
১৪.৪ ওভারে ১৪০ রানের জুটি গড়ে আউট হন রোহিত। এর আগে ৪৭ বলে ৮টি চার ও ৩টি ছক্কায় ৭৪ রানের অসাধারণ ইনিংস খেলেন ডানহাতি এই ওপেনার। কিছুক্ষণ পর থামেন রাহুলও। ৪৮ বলে ৬টি চার ও ২টি ছক্কায় ৬৯ রানের দারুণ এক ইনিংস খেলেন তিনি।
এরপর ঝড় তোলেন ঋষভ পন্ত ও হার্দিক পান্ডিয়া। মাত্র ২১ বলে ৬৩ রানের অবিচ্ছিন্ন জুটি গড়েন তারা। পন্ত ১৩ বলে একটি চারও ৩টি ছক্কায় ২৭ ও পান্ডিয়া ১৩ বলে ৪টি চার ও ২টি ছক্কায় ৩৫ রানে অপরাজিত থাকেন। আফগানিস্তানের গুলবাদিন নাঈব ও করিম জানাত একটি করে উইকেট নেন।