চীন ফেরত দুই শিক্ষার্থী বরগুনা ও হবিগঞ্জে ভর্তি
চীন ফেরত দুই শিক্ষার্থীকে করোনা ভাইরাসে আক্রান্ত সন্দেহে বরগুনা ও হবিগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। সংশ্লিষ্ট হাসপাতালের চিকিৎসকরা জানিয়েছেন, তারা কেউই করোনা ভাইরাসে আক্রান্ত নন। তবে সতর্কতার জন্য তাদেরকে হাসপাতালে ভর্তি রাখা হয়েছে। তাদের মধ্যে একজন চীন থেকে ফিরে ঢাকায় আশকোনা হজ ক্যাম্পে ১৫ দিন ছিলেন।
হবিগঞ্জ জেলা সিভিল সার্জন ডা. মোস্তাফিজুর রহমান বলেন, শহরের শায়েস্তানগরের চীন ফেরত শিক্ষার্থী রায়হান আহমেদ হঠাৎ অসুস্থ হয়ে রোববার সন্ধ্যায় সদর হাসপাতালে চিকিৎসা নিতে আসেন। করোনা ভাইরাসে আক্রান্ত সন্দেহে তখন তাকে ভর্তি করা হয়।
তিনি আরও বলেন, তার রক্তের স্যাম্পল ঢাকায় পাঠানো হবে। সেখান থেকে রিপোর্ট এলে বিষয়টি পরিষ্কার হবে।
বরগুনায় চীন ফেরত শিক্ষার্থী হাসপাতালে ভর্তি
এদিকে গায়ে জ্বর নিয়ে ইমরান নামে চীন ফেরত এক শিক্ষার্থী বরগুনা সদর হাসপাতালে ভর্তি হয়েছেন। রোববার সন্ধ্যায় চিকিৎসার জন্য হাসপাতালে আনা হলে করোনা ভাইরাস সন্দেহে তাকে আইসোলেশন বিভাগে রাখা হয়। তবে চিকিৎসকরা বলছেন, তার শরীরে করোনা ভাইরাসের কোনো অস্তিত্ব মেলেনি।
বরগুনা সদর হাসপাতালে তত্ত্বাবধায়ক ডা. সোহরাব উদ্দীন বলেন, ‘‘চীন ফেরত ইমরান গায়ে জ্বর নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। তাকে চিকিৎসার জন্য আইসোলেশন ওয়ার্ডে রাখা হয়েছে। তার গায়ে সামান্য জ্বর থাকলেও ভয় পাওয়ার কোনও কারণ নেই। করোনা ভাইরাসে আক্রান্ত হলে যে উপসর্গ থাকে, তার মধ্যে সেরকম কোনও লক্ষণ নেই।’’
পারিবারিক সূত্রে জানা যায়, বরগুনা পলিটেকনিক ইনস্টিটিউট থেকে পাশ করে স্টুডেন্ট ভিসায় তিন মাস আগে চীনে পড়তে যান সদর উপজেলার বালিয়াতলীর ইমরান। পরে চীনে করোনা ভাইরাসের প্রকোপ শুরু হলে গত ১২ ফেব্রুয়ারি তিনি দেশে ফেরেন।