তাইজুল ঘূর্ণির পরও রান চাপায় বাংলাদেশ
ডারবান টেস্টে দক্ষিণ আফ্রিকার প্রথম ইনিংসে শেষের দুই জুটি বেশ ভুগিয়েছিল বাংলাদেশকে। শেষ দুই জুটিতে ৬৯ রান তুলেছিল প্রোটিয়ারা। জবাবে কিছুটা লড়াই করলেও দ্বিতীয় ইনিংসে কেশব মহারাজের স্পিন ঘূর্ণিতে দিক হারিয়ে বাংলাদেশ হার মানে বড় ব্যবধানে। পোর্ট এলিজাবেথেও মহারাজ ভোগালো বাংলাদেশকে, তবে এবার ব্যাটসম্যান হিসেবে।
দক্ষিণ আফ্রিকার প্রথম ইনিংসে সবচেয়ে বেশি রান করলেন তিনি। সঙ্গে লেজের ব্যাটসম্যানরাও তুললেন রান। শেষ ৩ উইকেটে ৭৩ যোগ করা স্বাগতিকরা প্রথম ইনিংসে বড় সংগ্রহই গড়েছে। বাংলাদেশের বাঁহাতি স্পিনার তাইজুল ইসলামের ৬ উইকেটের পরও প্রথম ইনিংসে ৪৫৩ রান তুলেছে দক্ষিণ আফ্রিকা।
বল হাতে তাইজুল ইসলাম সবচেয়ে বেশি ভুগিয়েছেন প্রোটিয়াদের। ৫০ ওভার বোলিং করে ১৩৫ রানে তার শিকার ৬ উইকেট। বিদেশের মাটিতে এটাই তার সেরা বোলিং। ডানহাতি পেসার খালেদ আহমেদ ২৯ ওভারে ১০০ রানে ৩টি উইকেট নেন। একটি উইকেট পান মেহেদী হাসান মিরাজ।
দক্ষিণ আফ্রিকার ইনিংসে সবচেয়ে বড় নামটি মহারাজ। প্রোটিয়া বাঁহাতি স্পিনারের দায়িত্ব বল হাতে দলকে পথ দেখানোর হলেও এদিন তিনি পুরোদস্তর ব্যাটসম্যান হয়ে ওঠেন। আট নম্বরে ব্যাটিং নেমে ওয়ানডে স্টাইলে ৯৫ বলে ৯টি চার ও ৩টি ছক্কায় ইনিংস সেরা ৮৪ রান করেন তিনি।
এর আগে অধিনায়ক ডিন এলগার ৭০ রানের মহা কার্যক্রর ইনিংস খেলেন। এ ছাড়া আরেক ওপেনার সারেল আরভিয়া ২৪, কিগান পিটারসেন ৬৪, টেম্বা বাভুমা ৬৭, রায়ান রিকলটন ৪২, কাইল ভেরেইনা ২২, ভিয়ান মুল্ডার ৩৩, সাইমন হার্মার ২৯ লিজাড উইলিয়ামস ১৩ রান করেন।