সেবা ও নির্মাণ খাতের গতি কমায় এপ্রিলে অর্থনীতির গতি মন্থর হয়েছে: পারচেজিং ম্যানেজারস ইনডেক্স
সেবা ও নির্মাণ খাতের মতো গুরুত্বপূর্ণ খাতের গতি কমে যাওয়ায় এপ্রিল মাসে অর্থনীতির গতি মন্থর হয়েছে। তবে কৃষি ও উৎপাদন খাতের দ্রুততর প্রবৃদ্ধির কারণে সেই ক্ষতি অনেকটা পুষিয়ে নেওয়া গেছে।